India vs England: অনবদ্য বুমরার পাঁচ সাফল্য, যোগ্য সঙ্গ দিলেন প্রসিদ্ধ, ৪৬৫ রানে অল আউট ইংল্যান্ড
England vs India Test: প্রথম টেস্টের প্রথম ইনিংসে ছয় রানের লিড নিতে সক্ষম হল ভারতীয় দল।

লিডস: অলি পোপ (Ollie Pope) এবং হ্য়ারি ব্রুকের (Harry Brook) দুরন্ত ইনিংস এবং ভারতের এক গুচ্ছ মিসে ইংল্যান্ড দল লিডসে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার (ENG vs IND) প্রথম ইনিংসের রানের গণ্ডি পার করে লিড নেওয়ার লক্ষ্যে ছিল। তবে তা হল না। ভারতীয় দলের ৪৭১ রানের একেবারে খুব কাছে পৌঁছেও রানের গণ্ডি পার করতে পারল না ইংরেজরা। তীরে এসে ডুবল তরী। ৪৬৫ রানেই অল আউট ইংল্যান্ড। ভারতের হয়ে নিজের টেস্ট কেরিয়ারে ১৪তম বার পাঁচ উইকেট নিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনটি উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।
গতকাল ভারতীয় দলের কার্যত একাই লড়াই করেছিলেন বুমরা। একাধিক ক্যাস মিস, নো বলে হ্যারি ব্রুককে আউটের মাঝেও তিন তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। জ্যাক ক্রলিকে নিজের প্রথম ওভারে ফেরালেও অপর ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট জীবনদান পেয়ে অর্ধশতরান হাঁকিয়ে ফেলেন। তিনে নামা অলি পোপের সঙ্গে মিলে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। তবে সেই বুমরাই ডাকেটকে সাজঘরে ফেরান। জো রুটের কাছে তিনি বরাবরই বিভীষিকা। এই ইনিংসেও রুটকে ফেরান বুমরা। কপাল ভাল থাকলে গতকালই তিনি হ্যারি ব্রুকের উইকেটও নিয়ে নিতেন। তবে তাঁর বলে ক্যাচ হলেও বলটি নো হওয়ায় বেঁচে যান হ্যারি। তিন উইকেটে ২০৯ রানে দিনশেষ করে ইংল্যান্ড। অলি পোপ দুরন্ত এক শতরান করে অপরাজিত থাকেন।
ম্যাচের তৃতীয় দিন ইংল্যান্ডকে দ্রুত আউট করতে পোপকে সাজঘরে ফেরানো জরুরি ছিল। সেই কাজটা করেন প্রসিদ্ধ কৃষ্ণ। গত রাতের স্কোরের সঙ্গে মাত্র ছয় রান যোগ করে পোপ সাজঘরে ফেরেন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসে ২০ রানে ফেরান মহম্মদ সিরাজ। তবে হ্যারি ব্রুক জীবনদান পেয়ে ক্রিজে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। প্রথম দিনের মধ্যাহ্নভোজের আগে ইংল্যান্ড আর কোনও উইকেট হারায়নি। ৩২৭ রান বোর্ডে তুলে ফেলে তাঁরা।
তবে দ্বিতীয় সেশনে ম্যাচে ফেরে ভারত। কাজে দেয় শর্ট বল পরিকল্পনা। প্রথমে ছন্দে দেখানো জেমি স্মিথকে ২০ ও তারপর ব্রুককে ৯৯ রানে দুরন্ত শর্ট বলে সাজঘর ফেরান প্রসিদ্ধ। ইংল্যান্ড তাও যেন হারই মানছিল না। দলের লোয়ার অর্ডারে ক্রিস ওকস ও ব্রাইডন কার্স অষ্টম উইকেটে ৫৫ রান যোগ করেন। দুইজনেই বেশ আগ্রাসী মেজাজে ব্য়াট করে তড়তড়িয়ে ইংল্যান্ডকে ভারতীয় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে এক নিখুঁত ইয়র্কারে কার্সকে ২২ রানে ফেরান সিরাজ। এরপর বুম বুম জাদু। প্রথমে ৩৮ রানে ওকসের উইকেট ভাঙেন তিনি, তারপর জশ টাঙকে ১১ রানে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট নিয়ে ইংল্যান্ডকে অল আউট করে দেন।
ইংল্যান্ড অল আউট হতেই চা পানের বিরতিও ঘোষণা করা হয়। অর্থাৎ ভারতীয় দল দিনশেষের আগে একটা গোটা সেশন ব্যাট করার সুযোগ পাবে। এবার দেখার দিনশেষে কত রানের লিড নিতে পারে ভারত।




















