IND vs AUS: রোহিতের অর্ধশতরান, নাগপুর টেস্টের প্রথম দিনেই দাপট ভারতের
Border-Gavaskar Trophy: যে পিচে রান তুলতে হিমশিম খেতে হয়েছিল অজি ব্যাটারদের। সেই পিচেই দিনের শেষে ৬৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি।
নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar) প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়াকে (Australia) ১৭৭ রানে অল আউট করে দিয়েছিল ভারত। এরপর ব্যাট হাতে সেই পিচেই একপ্রকার ওয়ান ডে ফর্ম্যাটের গতিতে রান তুললেন রোহিত শর্মা। অর্ধশতরানের ইনিংস খেলে দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান। প্রথম দিনের খেলা শেষে ভারত ১ উইকেট হারিয়ে বোর্ডে ৭৭ রান তুলেছে।
টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু বোর্ডে মাত্র ১৭৭ রান তুলতেই নিজেদের সব উইকেট হারায় ব্যাগি গ্রিনরা। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে রোহিত ও রাহুল জুটি প্রথম উইকেটে ৭৬ রান যোগ করেন। কিন্তু ৭১ বলে মাত্র ২০ রানের ইনিংস খেলেই নিজের উইকেট হারান রাহুল। এরপর তবে রোহিত শর্মা এদিন নিজের চেনা ছন্দে ব্যাটিং করলেন। যে পিচে রান তুলতে হিমশিম খেতে হয়েছিল অজি ব্যাটারদের। সেই পিচেই দিনের শেষে ৬৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি।
স্পিনারদের দাপট
ভারতীয় স্পিনারদের দাপটে অজিরা বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডিও পার করতে পারল না। মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে গেলেন প্যাট কামিন্সরা। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক কামিন্স। তবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা শুরুটা একেবারেই ভালভাবে করেননি। সিরিজে নিজের প্রথম বলেই খাওয়াজাকে এক রানে ফেরান মহম্মদ সিরাজ। পরের ওভারেই ওয়ার্নারকে এক রানে ফেরান শামি। দুই রানেই দুই উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন ৮২ রানের পার্টনারশিপে অজিদের ম্যাচে ফেরান।
লাঞ্চের পর লাবুশেন-স্মিথের গড়ে দেওয়া ভিতেই বড় রান করার আশায় ছিল অস্ট্রেলিয়া। তবে সেই আশায় জল ঢেলে দেন রবীন্দ্র জাডেজা। পরপর বলে লাবুশেন ও ম্যাট রেনশকে সাজঘরে ফেরান জাডেজা। ৪৯ রানে আউট হন লাবুশেন। এরপর নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি প্রতিআক্রমণাত্মক ৩৬ রানের ইনিংস খেলেন বটে। তবে দ্বিতীয় সেশনে ৯৮ রানের বিনিময়ে ছয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। অশ্বিন দুইটি ও জাডেজা চারটি উইকেট নেন। এই সেশনেই সেট স্মিথকে ৩৭ রানে ফেরান জাডেজা।