IND vs AUS: সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ নামছেন গিলরা, কখন, কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে
IND vs AUS 2nd ODI: সিরিজ বাঁচাতে এই দ্বিতীয় ওয়ান ডে-তে গিল বাহিনীকে জিততেই হবে। একই সঙ্গে প্রথম ম্য়াচে ব্য়র্থ হওয়ার পর দ্বিতীয় ম্য়াচে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাকে।

অ্য়াডিলেড: প্রথম ওয়ান ডে ম্য়াচে হারের পর দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামে চলেছে ভারতীয় ক্রিকেট দল। পারথে প্রথম ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বে অজি শিবির ব্য়াটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই টেক্কা দিয়েছে টিম ইন্ডিয়াকে। সিরিজ বাঁচাতে এই দ্বিতীয় ওয়ান ডে-তে গিল বাহিনীকে জিততেই হবে। একই সঙ্গে প্রথম ম্য়াচে ব্য়র্থ হওয়ার পর দ্বিতীয় ম্য়াচে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাকে।
ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে আজ ভারতের প্রতিপক্ষ কারা?
তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে আজ ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে
কোথায় খেলা হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ?
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি খেলা হবে অ্য়াডিলেড ওভালে
কখন শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্য়াচ?
২২ অক্টোবর, ভারতীয় সময় সকাল ৯ থেকে শুরু হবে দ্বিতীয় ওয়ান ডে। টস হবে সকাল ৮.৩০টায়।
কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচটি?
ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচটি টিভিতে দেখতে পারবেন স্টার স্পোর্টসের যে কোনও নেটওয়ার্কে
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ
অ্য়াডিলেডে অনুশীলনে মূলত বাউন্সের মোকাবিলা করতে দেখা গেল ভারতীয় ব্যাটারদের। প্রথম ম্য়াচে বিরাট শূন্য রানে ফিরেছিলেন। রোহিত শর্মা ৮ রান করে ফিরেছিলেন। এই দুই তারকার দিকে বৃহস্পতিবারও নজর থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফেরার কামব্যাক ইনিংস একেবারেই স্মরণীয় ছিল না বিরাট-রোহিতের। তাই অ্যাডিলেডে দুজনেই চাইবেন বড় ইনিংস খেলতে।
এখনও পর্যন্ত অ্য়াডিলেড ওভালে বিরাট কোহলি মোট ১২টি ম্য়াচ খেলেছেন। এখানে ৯৭৫ রান করেছেন মোট। গড় ৬৫। অ্য়াডিলেডে বিরাটের ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৪১। এখনও পর্যন্ত অ্য়াডিলেডে মোট ৫টি শতরান হাঁকিয়েছেন বিরাট। ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের ইনিংসটিও রয়েছে তার মধ্য়ে। বিরাট কোহলির থেকে নিঃসন্দেহে বড় ইনিংস দেখতে চাইবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে প্রথম একাদশে একটাই হয়ত বদল হতে পারে। সেখানে প্রসিদ্ধ কৃষ্ণক দেখা যেতে পারে হর্ষিত রানার পরিবর্তে। তবে ব্যাটিং অর্ডারে কোনও বদল হওয়ার সম্ভাবনা কম। আবার কুলদীপকেও খেলানো হতে পারে। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে হয়ত বসানো হবে পারে। কিন্তু ব্যাটিং অর্ডারে গভীরতা বজায় রাখার জন্য একই একাদশ ধরে রাখতে পারে টিম ম্য়ানেজমেন্ট।




















