Virat Kohli: ভিভ, ব্র্যাডম্য়ান, লারা ক্রিকেটের তিন কিংবদন্তিকেই টেক্কা দিয়ে শীর্ষে পৌঁছবেন বিরাট?
India vs Australia: বিদেশের মাটিতে যে কোনও একটি দেশের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড ঝুলিতে রয়েছে ব্র্যাডম্যান। তিনি মোট ১১টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১৯ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে।
অ্যাডিলেড: ফর্মে ছিলেন না। সমালোচনার ঝড় উঠেছিল তাঁকে নিয়ে। এমনকী অনেকে তো তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পক্ষেও ছিলেন। কিন্তু পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়েই নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন। এবার অ্য়াডিলেড টেস্টেও নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। বিরাটের সামনে সুযোগ ডন ব্র্যাডম্য়ান, ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারাকে টেক্কা দেওয়ার।
এই মুহূর্তে বিদেশের মাটিতে যে কোনও একটি দেশের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড ঝুলিতে রয়েছে ব্র্যাডম্যান। তিনি মোট ১১টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১৯ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন ব্র্যাডম্য়ান। অন্যদিকে বিরাট ২০১১ সালে টেস্টে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে ১০ সেঞ্চুরি হাঁকিয়েছেন। অ্য়াডিলেডে আর একটি শতরান হাঁকালেন ডনকে ছুঁয়ে ফেলবেন বিরাট। দুই ইনিংসেই শতরান হাঁকালে শীর্ষে উঠে আসবেন তিনিই।
কোহলির সামনে রয়েছে ভিভ রিচার্ডস ও লারাকে। ত্রিনিদাদের রাজপুত্র লারা অ্যাডিলেড ওভালে সর্বাধিক ৬১০ রান করেছেন টেস্টে। দ্বিতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি ভিভ রিচার্ডসও। তিনি মোট ৫৫২ রান করেছেন এই ঐতিহাসিক মাঠে। অন্যদিকে বিরাট কোহলি ৫০৯ রান করেছেন অ্য়াডিলেড ওভালে। আসন্ন গোলাপি বলের টেস্টে বড় ইনিংস খেলে ২ ক্যারিবিয়ান কিংবদন্তিকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছেন কিং কোহলির।
এছাড়াও গোলাপি বলের টেস্টে একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে তিনশোর রান পূরণ করার হাতছানি রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। এখনও পর্যন্ত ২৭৭ রান করেছেন গোলাপি বলের টেস্টে। এই দিন রাতের টেস্টে রোহিতের ঝুলিতে রয়েছে ১৭৩ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার। তিনি ১৫৫ রান করেছেন।
অ্য়াডিলেডে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলিই। এখনও পর্যন্ত এখানে চারটি ম্য়াচ খেলতে নেমে মোট ৫০৯ রান করেছেন তিনি। ৬৩.৬২ গড়ে ব্যাটিং করেছেন কোহলি। ঝুলিতে একটি শতরান ছাড়াও আছে তিনটি অর্ধশতরানও। পারথে শতরানের ইনিংস খেলা কোহলির ব্যাট অ্যাডিলেডেও চললে তা আখেড়ে ভারতের জন্যই ভাল। ভারত অধিনায়ক রোহিত শর্মা টেস্টে এই মাঠে এখনও পর্যন্ত ৪টি ম্য়াচ খেলেছেন। কিন্তু এই মাঠে তাঁর রেকর্ড একেবারেই চমকপ্রদ নয়। হিটম্য়ান ৪ ইনিংসে মাত্র ৮৭ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩। অর্থাৎ একটি অর্ধশতরানের ইনিংসও তিনি খেলতে পারেননি। এবার কি বড় ইনিংস খেলবেন তিনি?