Jasprit Bumrah: অস্ট্রেলিয়ার মাটিতে তিনিই কি সেরা বোলার? পারথ টেস্টের পর অঙ্ক কী বলছে?
IND vs AUS Perth Test: পারথ টেস্টে অধিনায়ক হিসেবে দলকে জয়ও এনে দিয়েছেন। গোটা ম্য়াচে দুই ইনিংস মিলিয়ে ৭২ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিয়েছেন।
পারথ: বিশ্বের সেরা বোলারদের একজন তিনিই। হয়ত শীর্ষেই থাকবেন তালিকাতে। এই নিয়ে বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy 2024) খেলতে তৃতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েছেন। পারথ টেস্টে অধিনায়ক হিসেবে দলকে জয়ও এনে দিয়েছেন। গোটা ম্য়াচে দুই ইনিংস মিলিয়ে ৭২ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিয়েছেন। তবে এরমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে যে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে যত বোলার খেলেছেন বা সফল হয়েছেন, তাঁদের মধ্যে কি বুমরাই সেরা? অন্তত পরিসংখ্যান কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
পারথ টেস্টে ম্য়াচের সেরা হয়েছেন বুমরা। ৩০ বছরের ডানহাতি পেসার এই নিয়ে আটটি ম্য়াচ খেললেন অস্ট্রেলিয়ায়। এরমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছেন ৪০ উইকেট। গড় ১৮.৮০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ১০০ জন বোলার যাঁরা অস্ট্রেলিয়ার মাটিতে অন্তত ৩০টি বা তার বেশি উইকেট নিয়েছেন টেস্টে, তাঁদের মধ্যে একমাত্র বুমরার আগে রয়েছেন রিচার্ড হ্য়াডলি। কিউয়ি পেসারের গড় অস্ট্রেলিয়ার মাটিতে ১৭.৮৩। এরপরই রয়েছেন বুমরা। টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে ম্য়াচ ঘোরানো স্পেলের নিরিখেও কপিল দেব ও বিষেণ সিংহ বেদীর পরই থাকবেন অবশ্য বুমরা।
কপিল দেবের ১৯৮৩ সালে আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৫/১০ ভারতীয় ক্রিকেটের বোলারদের মধ্যে সেরা স্পেলে প্রথম দিকে থাকবে। ১৯৭৭ সালে ওয়াকাতে বিষেণ সিংহ বেদীর ১৯৪/১০ দ্বিতীয় স্থানে থাকবে। বেদীর ১৯৭৬ সালে কিউয়িদের বিরুদ্ধে ৭০/৯ তালিকায় তৃতীয় স্থানে থাকবে। এরপরই হয়ত থাকবে বুমরার স্পেলটি।
এদিকে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গিয়ে বেশ কিছুদিন মুম্বইতেই ছিলেন রোহিত। সদ্যই তাঁকে শনিবার মুম্বই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ধরতে দেখা যায়। রোহিতের সঙ্গে তাঁকে ছাড়তে এসেছিলেন স্ত্রী রীতিকাও। যেমন জল্পনা ছিল সেইমতোই রবিবারই পারথে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। এবার আজ থেকে নেমে ঘাম ঝরাতেও নেমে পড়লেন রোহিত। তাঁর অনুশীলনের একটি ভিডিও বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়।
ভিডিওতে রোহতের পাশাপাশি রবীন্দ্র জাডেজাকেও ভারতীয় নেটে দেখা যায়। রোহিত গোটা অনুশীলনে ফরোয়ার্ড ডিফেন্স, তাঁর অতিপরিচিত পুল শট যেমন খেলেন, তেমন তাঁকে রিভার্স স্যুইপও খেলতে দেখা যায়। ডেভিড ওয়ার্নার রোহিতের অনুশীলনে ব্রডকাস্টারদের তরফে উপস্থিত ছিলেন। চলতি সিরিজ়ে ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে ওয়ার্নারকে। অনুশীলনের ফাঁকে রোহিত একবার ওয়ার্নারের সঙ্গে কথা বলেন। আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দেওয়ায়, ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট রোহিত যে মাঠে নামবেন, তা কার্যত নিশ্চিত।