India vs Australia: আমাদের পরিকল্পনা বদলে যাবে, আতঙ্ক নেই ড্রেসিংরুমে, ভারতকে হুঁশিয়ারি অস্ট্রেলীয় পেসারের
Border Gavaskar Trophy: গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে জশ হ্যাজলউডের পরিবর্ত হওয়ার দৌড়ে রয়েছেন। চোটের জন্য দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন হ্যাজলউড।
অ্যাডিলেড: পারথে ভারতীয় দলের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ২৯৫ রানে ম্যাচ জিতে পাঁচ টেস্টের বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ১-০ এগিয়ে গিয়েছে ভারত। শুক্রবার, ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড (Scott Boland)। সেই সঙ্গে তিনি জানিয়ে দিচ্ছেন, ভারতের কাছে প্রথম টেস্টে হারলেও অস্ট্রেলিয়া শিবির মোটেও আতঙ্কিত নয়।
বোল্যান্ডের মতে, প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হারলেও খুব একটা ভুলচুক করেনি। পারথে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে জায়গা পাননি ৩৫ বছরের পেসার বোল্যান্ড। তবে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে জশ হ্যাজলউডের পরিবর্ত হওয়ার দৌড়ে রয়েছেন। চোটের জন্য দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন হ্যাজলউড।
শনিবার বোল্যান্ড বলেছেন, 'আমাদের ড্রেসিংরুমে কোনও আতঙ্কের পরিবেশ নেই। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আলোচনা নিশ্চয়ই চলছে। প্রত্যেকেই চায় সুযোগ পেলে ভাল খেলতে। তবে হ্যাঁ, আমরা শুধু একটা ম্যাচে হার হিসাবেই পারথ টেস্টকে দেখছি। এ নিয়ে হইচইয়ের কিছু নেই।
আরও পড়ুন: বুমরার পরিবারে খুশির দিন, শুভেচ্ছা জানালেন সদ্য বাবা-মা হওয়া রোহিত-রীতিকাও
পাশাপাশি বোল্যান্ড জানিয়েছেন, তাঁরা মনে করেন না একটা ম্যাচের পরাজয়ের জন্য দলের খেলার ব্যাপক কোনও পরিবর্তন করা উচিত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ওপেনারদের পার্টনারশিপই ম্যাচের রং পাল্টে দিয়েছিল বলে মনে করেন তিনি। বোল্যান্ড বলেছেন, 'আমরা প্রত্যেক ভারতীয় ব্যাটারের জন্য আলাদা আলাদা করে পরিকল্পনা করেছিলাম। আমি সেটা ভাঙতে চাই না তবে আমাদের পরিকল্পনা তৈরি রয়েছে।'
View this post on Instagram
অজি পেসার যোগ করেছেন, 'পারথে যশস্বী জয়সওয়াল খুব ভাল ব্য়াটিং করেছে। কে এল রাহুলও খুব ভাল ব্যাটিং করেছে। ক্রিজ আগলে রেখেছে। তাই আগামী সপ্তাহে আমাদের মধ্যে নিশ্চয়ই আলোটনা হবে। আমাদের পরিকল্পনা নিশ্চয়ই একটু পাল্টানো হবে। যদিও আমি মনে করি প্রথম টেস্টে আমরা সব কিছু ঠিকই করেছিলাম।'
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে