Rohit Sharma: 'রোহিত অবসর নিলে অবাক হব না', বলছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ
India vs Australia: রোহিত শর্মা কি কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন? ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী অন্তত মনে করেন, রোহিত এরপরই টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিলে তিনি অবাক হবেন না।
সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে তিনি খেলবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রোহিত শর্মাকে (Rohit Sharma) বাদ দিয়ে নামতে পারে ভারতীয় দল, মনে করছেন অনেকে। কোচ গৌতম গম্ভীর ছক ভেঙে অধিনায়ককে না পাঠিয়ে সিডনি টেস্টের আগের দিন নিজে এসেছিলেন সাংবাদিক বৈঠকে। রোহিতের খেলা নিয়ে যিনি সোজাসুজি কিছু বলেননি। জানিয়েছেন, ম্যাচের দিন সকালে একাদশ চূড়ান্ত হবে।
রোহিত শর্মা কি কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন? ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী অন্তত মনে করেন, রোহিত এরপরই টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিলে তিনি অবাক হবেন না। তবে শেষ একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলে কোনও চাপ না নিয়ে মাঠে নামা উচিত। তাতে সিডনিতে শেষ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা জিইয়ে রাখতে পারবে ভারত। বর্ডার-গাওস্কর ট্রফি ধরে রাখতেও পারবে টিম ইন্ডিয়া।
আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, 'আমি রোহিত শর্মার কাছাকাছি থাকলে ওকে বলতাম, যাও আর গিয়ে উড়িয়ে দাও। মাঠে নেমে দুরন্ত খেলো। এখন ও যেভাবে খেলছে, সেটা দেখতে ভাল লাগছে না। ওকে প্রতিপক্ষকে আক্রমণ করে যেতে হবে এবং তারপর দেখতে হবে কী হয়।'
শাস্ত্রী আরও বলেছেন, 'ও নিজেই ওর কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে ও অবসর ঘোষণা করলে আমি অবাক হব না কারণ ওর তো আর বয়স কমছে না। অনেক তরুণ ক্রিকেটার অপেক্ষা করে রয়েছে। যেমন শুভমন গিল, যার ২০২৪ সালে টেস্টে চল্লিশের ওপর গড়। এরকম প্রতিভাবান একজন ক্রিকেটার বেঞ্চে বসে থাকলে অবাক হতে হয়। তাই রোহিত অবসর নিলে আমি অবাক হব না। অবশ্যই এটা ওর সিদ্ধান্ত হবে।'
রোহিতের পক্ষে চাপমুক্ত হয়ে মাঠে নামার সুযোগ বলেও মনে করেন শাস্ত্রী। তাঁর কথায়, 'ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে আলাদা কথা। তা না হলে এটাই মাঠে নেমে উড়িয়ে দেওয়ার সঠিক সময় ওর কাছে।'
টি-২০ বিশ্বকাপ জেতার পর গত বছরই আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। টি-২০-তে নিজের শেষ তিনটি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন হিটম্যান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দাবিদার। তবে লাল বলের ক্রিকেটে রোহিতকে নিয়ে প্রশ্ন রয়েছে।
শাস্ত্রীর মতে, 'আমার মনে হয় ও বলের কাছে দেরিতে পৌঁছচ্ছে। ওর ফুটওয়ার্ক সেরা সময়েও সামান্যই ছিল। তবে সেটা খারাপ হয়েছে। ও ক্রিজে আটকে যাচ্ছে। না সামনের পায়ে খেলছে, না পিছনের পায়ে। ও সঠিক মানসিকতা নিয়ে নামলে ওর মস্তিষ্ক থেকে পায়ে সঠিক বার্তা যায়। তাতে ও আরও ভাল পারফর্ম করে। ওর সেই স্বাভাবিক খেলাটাই খেলতে হবে। মাঠে যাও। প্রতিপক্ষকে ছারখার করে দাও। টেস্ট ম্যাচটা জেতার চেষ্টা করো। একটা টেস্ট হারা মানে তো আর সিরিজ হেরে যাওয়া নয়।'
আরও পড়ুন: সিডনি টেস্টের দল থেকে বাদ দেওয়া হচ্ছে রোহিত শর্মাকে? কোচ গম্ভীর যা বললেন...
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।