![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs AUS: ''বিরাট-রোহিত সেরা ছন্দে নেই...'', অস্ট্রেলিয়া সিরিজের আগে সতর্কবার্তা মঞ্জরেকরের
Border Gavaskar Trophy: ২০১৮-১৯ মরসুম ও ২০২০-২১ মরসুমে টানা বর্ডার-গাওস্কর ট্রফি ঘরে তুলেছে ভারত। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে কিছুটা বেগ পেতে হতে পারে ভারতকে।
![IND vs AUS: ''বিরাট-রোহিত সেরা ছন্দে নেই...'', অস্ট্রেলিয়া সিরিজের আগে সতর্কবার্তা মঞ্জরেকরের india vs australia border gavaskar trophy sanjay manjrekar on virat and rohit performance full story IND vs AUS: ''বিরাট-রোহিত সেরা ছন্দে নেই...'', অস্ট্রেলিয়া সিরিজের আগে সতর্কবার্তা মঞ্জরেকরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/13/1e07c2b8342b630cb182fca7e19c65aa1728830029267206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে দল। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে কঠিন চ্যালেঞ্জ হয়ত হতে চলেছে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাওস্কর ট্রফিতে। আগের দুবারই এই সিরিজে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। ২০১৮-১৯ মরসুম ও ২০২০-২১ মরসুমে টানা বর্ডার-গাওস্কর ট্রফি ঘরে তুলেছে ভারত। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে কিছুটা বেগ পেতে হতে পারে ভারতকে, এমনটাই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর। যার কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ''আমার মনে হয় আসন্ন অস্ট্রেলিয়া সফর ভারতের জন্য কিছুটা কঠিন হবে। বিরাট ও রোহিত দলের ২ সেরা তারকা ব্যাটার। কিন্তু দুজনের কেউই নিজেদের সেরা সময়ের ছন্দে নেই। অন্যান্য ব্যাটারদের মধ্যে জয়সওয়াল, গিলরা সবেমাত্র ভারতীয় ক্রিকেটে নিজেদের জমি তৈরি করছে। আমার মনে একমাত্র ঋষভ পন্থ একজন প্লেয়ার যে নিজের সেরা ফর্মে রয়েছে ও আসন্ন সিরিজে সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে ভারতের জন্য।"
উল্লেখ্য, ২০২০ সাল থেকে টেস্টে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক রোহিত শর্মা। এখনও পর্যন্ত ৪১.৫৯ গড়ে ২০৩৮ রান করেছেন হিটম্য়ান। এই সময়ের মধ্যে রোহিত টেস্টে ৬টি শতরান ও ৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্য়দিকে কোহলি এই সময়ে ১৭৪৫ রান করেছেন ৩৩.৫৫ গড়ে। তিনি দুটো সেঞ্চুরি ও আটটি অর্ধশতরান হাঁকিয়েছেন।
এদিকে, বর্ডার গাওস্কর ট্রফিতে প্রথম টেস্টে পারথে হয়ত নাও খেলতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রোহিত শর্মা নাকি বোর্ডের কাছে আর্জিও জানিয়েছেন যে পারথে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা আগামী ২২ নভেম্বর প্রথম টেস্টে নাও খেলতে পারেন তিনি। কারণটা ব্যক্তিগত জানিয়েছেন হিটম্য়ান। আর এরপরই রোহিতের দ্বিতীয়বার বাবা হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।
এই সম্ভাবনা আরও শক্তিশালী হয়েছে কারণ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতের ডেপুটি কাউকে ঘোষণা করা হয়নি। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বুমরাকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রোহিত কোনও ম্য়াচে না খেললে কে দলের নেতৃত্ব দেবেন, এই বিষয়ে আগে থেকেই পরিষ্কার থাকতে চেয়েছে বোর্ড ও টিম ম্য়ানেজমেন্ট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)