Travis Head: আচমকা চিন্তার মেঘ অস্ট্রেলিয়া শিবিরে, বড় সুবিধা পেয়ে যেতে পারে টিম ইন্ডিয়া
India vs Australia Border Gavaskar Trophy: চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতীয় বোলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন তিনি। জোড়া সেঞ্চুরি করে ফেলেছেন চলতি টেস্ট সিরিজে।
ব্রিসবেন: চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতীয় বোলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন তিনি। জোড়া সেঞ্চুরি করে ফেলেছেন চলতি টেস্ট সিরিজে। সেই ট্র্যাভিস হেডের (Travis Head) মেলবোর্নে বক্সিং ডেে টেস্টে খেলা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, ব্রিসবেন টেস্টে কুঁচকিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। যদিও হেড নিজে আশাবাদী যে, মেলবোর্ন টেস্টের আগেই তিনি ফিট হয়ে যাবেন।
অস্ট্রেলিয়া শিবিরের খবর, কয়েক দিন ধরেই কুঁচকির চোটে ভুগছেন হেড। ব্রিসবেনে প্রথম ইনিংসে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য বেশিক্ষণ ব্যাট করেননি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ফিল্ডিং করতে নামেননি। সেই কারণেই অনেকের মনে আশঙ্কা তৈরি হয়েছে, হেডের চোট হয়তো ভোগাচ্ছে। সেই কারণেই হয়তো মাঠে নেই।
সম্প্রতি ভারতের সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠেছেন হেড। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হোক বা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ভারতীয় বোলিং দেখলেই নিজের সেরাটা মেলে ধরছেন। চলতি সিরিজেও দুরন্ত ছন্দে। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও সেঞ্চুরি করেছেন তিনি। ৫ ইনিংস মিলিয়ে ৪০৯ রান হয়ে গিয়েছে হেডের। প্রসঙ্গত, হেড ও স্টিভ স্মিথ ছাড়া বাকি আর কোনও অজি ব্যাটারই সেভাবে ফর্মে নেই। স্বাভাবিকভাবেই মেলবোর্নে হেডকে না পেলে বেশ সমস্যায় পড়ে যাবে অস্ট্রেলিয়া। সুবিধা পাবে ভারত।
আরও পড়ুন: অশ্বিন একা নন, ২০২৪ সালে বাইশ গজকে বিদায় জানিয়েছেন এক ঝাঁক কিংবদন্তি, রইল ঝলক
তবে অস্ট্রেলিয়া শিবির সূত্রে খবর, হেডকে নিয়ে আশঙ্কার কারণ নেই। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তিনি খেলবেন। হেড নিজেও জানিয়েছেন, সামান্য ব্যাথা অনুভব করলেও মেলবোর্নে খেলতে তাঁর সমস্যা হবে না। হেড বলেছেন, "এই মুহূর্তে আমি যে ভাবে ব্যাট করছি, তাতে আমি সন্তুষ্ট। একটু ব্যথা আছে ঠিকই, তবে আশা করি পরের ম্যাচের আগে সব ঠিক হয়ে যাবে।" বর্ডার গাওস্কর ট্রফির ফলাফল আপাতত ১-১। এই সিরিজের উপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্ক। অজি অধিনায়ক প্যাট কামিন্সও বলছেন, "হেডকে নিয়ে চিন্তার কারণ নেই। ও ফিট হয়ে যাবে।"
হেড ফিট হয়ে গেলেও মেলবোর্নে অস্ট্রেলিয়া পাবে না পেসার জশ হ্যাজেলউডকে। যিনি ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসেও বেশি বল করতে পারেননি। পায়ের পেশিতে টান ধরায় মাঠ ছাড়েন। অজি শিবির সূত্রে খবর, চলতি সিরিজে আর খেলার সম্ভাবনাই নেই হ্যাজেলউডের। সম্ভবত মেলবোর্নেও তাঁর জায়গায় খেলবেন স্কট বোল্যান্ড।
আরও পড়ুন: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।