IND vs AUS: বড় খবর! অধিনায়ককে ছাড়াই ভারতের বিরুদ্ধে সিরিজে খেলতে নামছে অস্ট্রেলিয়া
IND vs AUS ODI: স্বয়ং ক্যাপ্টেনই অনিশ্চিত সিরিজে। আগামী ২২ নভেম্বর থেকে বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে চলেছে। তার আগেই এই খবর এল অস্ট্রেলিয়া শিবির থেকে।
সিডনি: বিরাট ধাক্কা হতে পারে অস্ট্রেলিয়া দলের জন্য়। ভারতের বিরুদ্ধে লড়াইয়ের আগেই চোট আশঙ্কা অস্ট্রেলিয়া শিবিরে। আর স্বয়ং ক্যাপ্টেনই অনিশ্চিত সিরিজে। আগামী ২২ নভেম্বর থেকে বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে চলেছে। তার আগেই এই খবর এল অস্ট্রেলিয়া শিবির থেকে।
আসলে পুরুষদের ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলতে নামবে। অন্য়দিকে মহিলা ক্রিকেটেও নিজেদের দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে অজিরা। সেই সিরিজেই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলিকে হয়ত পাওয়া যাবে না। আসলে হঁটুর চোটের জন্য বিগ ব্যাশ থেকেও ছিটকে গিয়েছেন ৩৪ বছরের এই উইকেট কিপার ব্যাটার। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে তাঁর পুরো ফিট হয়ে ওঠার সম্ভাবনাও প্রায় নেই।
চলতি উইমেন্স বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন হিলি। এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের পাতায় চোট পেয়েছিলেন। আপাতত দু সপ্তাহ পুরো বিশ্রামে রয়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। হরমনপ্রীতদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে অজিরা খেলতে নামবে আগামী ৫ ডিসেম্বর ব্রিসবেনের অ্য়ালান বর্ডার ফিল্ডে। ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই ওয়ান ডে সিরিজ। এই সিরিজের পর কিউয়িদের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। যা শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে।
এদিকে, বর্ডার গাওস্কর ট্রফির প্রস্তুতিতে এই মুহূর্তে ব্যস্ত ভারতীয় পুরুষ ক্রিকেট দল। নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্য়াচ খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে এরই মধ্যে ফিল্ডিং করতে গিয়ে শুভমন গিল আঙুলে চোট পেয়েছেন। পারথ টেস্টে ছিটকে যেতে পারেন তিনি। তবে সবার নজর এখন রোহিত শর্মার দলের সঙ্গে যোগ দেওয়ার দিকে। সূত্রের খবর, রঞ্জিতে দুরন্ত পারফর্ম করা মহম্মদ শামিও রোহিতের সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি দিতে চলেছে।
রোহিত না খেললে গিলের সঙ্গে অভিমন্যু ঈশ্বরণকেই দেখা যেতে পারে, এমনটাই শোনা যাচ্ছিল। তার ওপর আঙুলে চোট পেয়ে প্রথম টেস্টে গিল অনিশ্চিত হওয়ার পর সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছিল। কিন্তু প্রস্তুতি ম্য়াচে একেবারেই রান পেলেন না ঈশ্বরণ। অন্যদিকে রুতুরাজ গায়কোয়াডকে দেখা গেল বেশ কয়েকটি বল গ্য়ালারিতে ফেলতে। অশ্বিনের বলেও বেশ সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেল সিএসকে ক্যাপ্টেনকে। স্লিপে বিরাট দুটো ক্যাচ লুফলেন।