India vs Australia Day 4 Lunch Update: জীবন দিয়েছিলেন, অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সেই স্মিথই অন্ধকার নামালেন ভারতীয় শিবিরে
KL Rahul: বৃষ্টিবিঘ্নিত টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে খেলা হল ৩২ ওভার। তাতে ১১৬ রান তুলল ভারত। হারাল ২ উইকেট। সব মিলিয়ে ৪৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৬৭/৬।

ব্রিসবেন: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেকের তখনও ঘুম ভাঙেনি (India vs Australia)। ভারতীয় সময় ভোর ৫.২০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার পর দিনের প্রথম ওভারে বল করতে এলেন প্যাট কামিন্স। আর অস্ট্রেলিয়ার অধিনায়কের প্রথম বলেই স্লিপে খোঁচা কে এল রাহুলের। সোজা ও লোপ্পা ক্যাচ গেল দ্বিতীয় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। কে এল রাহুল (KL Rahul), তিনি নিজেও কি চোখ বন্ধ করে ফেলেছিলেন?
কেউ ভাবতেও পারেননি যে, সহজ ক্যাচ ফেলে দেবেন স্মিথ। যিনি বিশ্বস্ত ফিল্ডার। দুরন্ত সব ক্যাচ নেন। অথচ রাহুলকে জীবনদান করলেন। রাহুলের স্কোর তখন ৩৩।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন সেই রাহুলই। প্রাণ ফিরে পেয়ে যিনি নিজেকে নতুন করে ক্রিজে থিতু করলেন। কার্যত একা কাঁধে করে টানছিলেন দলের ইনিংস। উল্টো দিকে ফের ব্যর্থ হয়ে ফিরলেন রোহিত শর্মা। যিনি বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট থেকে দলে যোগ দিয়েছেন। আর ব্যাট করছেন ৬ নম্বরে। ওপেনিং স্লট ছেড়ে দিয়েছেন রাহুলকে। অ্যাডিলেডে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন। মঙ্গলবার ২৭ বলে ১০ রান করে ফিরলেন রোহিত।
WHAT A CATCH FROM STEVE SMITH!
— cricket.com.au (@cricketcomau) December 17, 2024
Sweet redemption after dropping KL Rahul on the first ball of the day.#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/d7hHxvAsMd
একটা সময় মনে হচ্ছিল, রাহুল সেঞ্চুরি করবেন। তবে ৮৪ রান করে থেমে গেলেন। নাথান লায়নের বলে। যদিও উইকেটটিকে অনায়াসে স্টিভ স্মিথের নামের পাশে বসিয়ে দেওয়া যায়। যে স্মিথ রাহুলের সহজ ক্যাচ ফেলেছিলেন, তিনিই যেন প্রায়শ্চিত্ত করলেন। লায়নের বলে প্রথম স্লিপে রাহুলের ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করলেন। স্মিথের উল্লাসই বলে দিচ্ছিল যে, নিজের ক্যাচ ফেলার বড়সড় খেসারত দিতে হল না বলে কতটা খুশি তিনি।
That's Lunch on Day 4 of the 3rd Test.#TeamIndia score 116 runs with a loss of two wickets in the first session.
— BCCI (@BCCI) December 17, 2024
Scorecard - https://t.co/dcdiT9NAoa… #AUSvIND pic.twitter.com/kteijYiAtl
বৃষ্টিবিঘ্নিত টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে খেলা হল ৩২ ওভার। তাতে ১১৬ রান তুলল ভারত। হারাল ২ উইকেট। সব মিলিয়ে ৪৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৬৭/৬। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৭৮ রানে পিছিয়ে তারা। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা (৪১) ও নীতীশ কুমার রেড্ডি (৭)। ম্যাচ বাঁচানোর লড়াই এখন ভারতের।
আরও পড়ুন: আচমকা অবসর ঘোষণা কেকেআরে খেলা ক্রিকেটারের, মাত্র ৩১ বছর বয়সে!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।



















