Gautam Gambhir: মেলবোর্নে হারের পর প্রবল বকুনি গম্ভীরের, ড্রেসিংরুমের খবর ফাঁস হতেই ক্ষুব্ধ পাঠানরা
Indian Dressing Room: বিরক্ত প্রাক্তন ক্রিকেটারেরা। ড্রেসিংরুমের গোপনীয়তা রক্ষার আবেদন করলেন ইরফান পাঠান, শ্রীবৎস গোস্বামীরা।
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হারের পর ভারতীয় ড্রেসিংরুমে ক্রিকেটারদের বকাঝকা দিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ড্রেসিংরুমের সেই কথোপকথনই ফাঁস হয়ে গিয়েছে। যা দেখে বিরক্ত প্রাক্তন ক্রিকেটারেরা। ড্রেসিংরুমের গোপনীয়তা রক্ষার আবেদন করলেন ইরফান পাঠান, শ্রীবৎস গোস্বামীরা।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে পরাজিত হয় ভারত। বর্ডার গাওস্কর সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। তারপরই ক্ষুব্ধ কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের উদ্দেশে ঝাঁঝালো বক্তব্য রাখেন। গম্ভীর নাকি বলেন, 'যথেষ্ট হয়েছে।' তাঁকে ভীষণ বিরক্ত ও হতাশ দেখিয়েছে বলেই খবর। শোনা যাচ্ছে, পরিস্থিতির গুরুত্ব না বুঝে ক্রিকেটারেরা তাঁদের স্বাভাবিক খেলায় জোর দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন গুরু গম্ভীর। কোনও ব্যক্তির নাম না করলেও তিনি পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার অক্ষমতাকে নিশানা করে তুলোধনা করেছেন। এই ধরনের মানসিকতা আর মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন গম্ভীর।
যদিও গম্ভীরের সেই ড্রেসিংরুমের বক্তব্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর। আর তারপরই ক্ষোভ উগরে দিয়েছেন পাঠান। তিনি দৃশ্যতই ক্ষুব্ধ। এই ঘটনা একেবারেই সমর্থনযোগ্য নয় বলেও জানিয়েছেন।
Magnificent 5️⃣-wicket haul 🤝 Special Maiden 💯
— BCCI (@BCCI) December 31, 2024
Vice Captain Jasprit Bumrah and Nitish Kumar Reddy's names are etched on the Honours Board of Melbourne Cricket Ground ✍️ 👏#TeamIndia | #AUSvIND | @Jaspritbumrah93 | @NKReddy07 pic.twitter.com/4tat5F0N6e
সূত্রের খবর, গম্ভীর নাকি ক্রিকেটারদের জানিয়ে দিয়েছেন যে, গত বছরের জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথম ৬ মাস তিনি ক্রিকেটারদের সব রকম স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু এবার তিনি আরও শক্ত হাতে হাল ধরবেন। তিনি নাকি এ-ও বলে দিয়েছেন যে, দলের কৌশল মেনে না খেললে সকলকেই দলের বাইরে যাওয়ার দরজা দেখিয়ে দেওয়া হবে। এরপর থেকে তিনি যে আরও কঠোরভাবে দল সামলাবেন, ড্রেসিংরুমে তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।
পাঠান গোটা বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ড্রেসিংরুমের গোপনীয়তাকে সম্মান জানানো উচিত।' বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎ গোস্বামীর এক্স, 'ড্রেসিংরুমের ভেতরের খবর ফাঁস হয়ে গেল কীভাবে? এটা একেবারেই সমর্থনযোগ্য নয়।'
আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।