Jasprit Bumrah: সেরা অস্ত্রের চোট? যন্ত্রণায় ছটফট করা বুমরার ছবি দেখে উদ্বেগে গোটা দেশ
India vs Australia: পারথ টেস্টে তিনিই ছিলেন ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি। সেই বুমরাই চোট পেয়েছেন অ্যাডিলেডে। স্তম্ভিত ক্রিকেটপ্রেমীরা। যতদূর মনে হয়েছে, বুমরার অ্যাবডাক্টর পেশিতে চোট লেগেছে।
অ্যাডিলেড: তাঁকে বিশ্বের সেরা ফাস্টবোলার মনে করা হয়। তিন ফর্ম্যাটেই তিনি বল হাতে ভারতের সবচেয়ে বড় সম্পদ। অস্ট্রেলিয়ার মাটিতে পারথে প্রথম টেস্টে ভারতের জয়ের নেপথ্যেও অন্যতম কারিগর তিনি।
সেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) অ্যাডিলেডে চোট পেলেন। মাঠেই চলল তাঁর শুশ্রূষা। তবে বুমরা চোট পেতেই উদ্বেগে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা।
বর্ডার গাওস্কর ট্রফিতেও (Border Gavaskar Trophy) বুমরাই ভারতের সেরা বোলার হিসাবে নিজেকে মেলে ধরেছেন। পারথ টেস্টে তিনিই ছিলেন ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি। সেই বুমরাই চোট পেয়েছেন অ্যাডিলেডে। শনিবার, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের নিজের ২০তম ওভারে চোট পান বুমরা। সেই ওভারের তৃতীয় বলটি করার পরই মাঠে বসে পড়েন বুমরা। ভারতীয় দলের ফিজিওকে দেখা যায় দৌড়ে মাঠে ঢুকছেন।
প্রায় ৭-৮ মিনিট ফিজিও শুশ্রূষা করেন বুমরার। মাঠের মধ্যেই চলে গোটা পর্ব। যা দেখে স্তম্ভিত ক্রিকেটপ্রেমীরা। যতদূর মনে হয়েছে, বুমরার অ্যাবডাক্টর পেশিতে চোট লেগেছে।
আরও পড়ুন: হরভজনের বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল? নিজেই বেছে নিলেন টার্বুনেটর
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে স্বস্তি বলতে, কিছুক্ষণ পরেই মাঠে ফেরেন বুমরা। বোলিংও করেন। তাঁকে দেখে অস্বস্তিতে আছেন বলে মনে হয়নি। পারথে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন বুমরা। অ্যাডিলেডেও ছন্দে রয়েছেন। গোলাপি বলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ভারতীয় সহ অধিনায়ক। রোহিত শর্মার অনুপস্থিতিতে যিনি পারথে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন।
Innings Break!
— BCCI (@BCCI) December 7, 2024
Siraj gets the final wicket as Australia are all out for 337 runs.
Four wickets apiece for Jasprit Bumrah and Mohammed Siraj.
33 overs remaining in the day.
Scorecard - https://t.co/urQ2ZNmHlO… #AUSvIND pic.twitter.com/Xh05tmROCP
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম চার উইকেটের তিনটিই নেন বুমরা। ট্র্যাভিস হেড সেঞ্চুরি করলেও, বুমরার বল দেখে দেখে খেলেছেন। আমদাবাদের পেসারের বলে বাড়তি ঝুঁকি নিতে দেখা যায়নি তাঁকে।
মহম্মদ শামি চোটের জন্য দলের বাইরে। তবে ফিট শামিকে হয়তো চলতি সিরিজেই ভারতীয় দলে দেখা যাবে। তারই মাঝে বুমরার চোট ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে শঙ্কা তৈরি করেছে। অতিরিক্ত চাপ নেওয়ার জন্যই বুমরার চোট লাগছে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
আরও পড়ুন: বাবাকে কাঁদতে দেখে বদলে যায় জীবন, কীভাবে ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ নীতীশ রেড্ডির?