India vs Australia: রোহিত-কোহলিদের চুপ করিয়ে রাখার হুমকি অস্ট্রেলিয়ার অধিনায়কের
Pat Cummins: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় টেস্ট খেলবে ভারত। নিজেদের দেশে ভারতকে যে চেপে ধরা হবে, সেই বার্তা দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
সিডনি: মাঝে আর কয়েকটা মাত্র দিন। তারপরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের আগে থেকেই ভারতীয় শিবিরের উদ্দেশে বোমাবর্ষণ শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। অজ়ি ক্রিকেটারেরা বারবার হুঁশিয়ারি দিয়ে রাখছেন ভারতীয় ক্রিকেটারদের।
প্যাট কামিন্স (Pat Cummins) যেমন। অস্ট্রেলিয়ার অধিনায়ক সাফ জানিয়ে দিচ্ছেন, আসন্ন বর্ডার-গাওস্কর (Border Gavasker Trophy) ট্রফিতে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজে হেরে গিয়ে এমনিতেই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়ে নিজেদের ওপর চাপ বাড়িয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ পরাজয় মানে ভারতের ফাইনালে খেলার স্বপ্ন সঙ্কটাপন্ন হয়ে যাবে। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ভারত। তবে আর ২-১টি টেস্টে হারলেই প্রথম দুইয়ের নীচে নেমে যাবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় টেস্ট খেলবে ভারত। তবে নিজেদের দেশে ভারতকে যে চেপে ধরা হবে, সেই বার্তা দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স বলেছেন, 'আমি সব সময় মনে করি চাপে থাকা দলের বিরুদ্ধে খেলাটা মন্দ নয়। এখানে আগে এসে ওরা ভাল খেলে গিয়েছে। এবার ওদের চুপ করিয়ে রাখাই লক্ষ্য আমাদের। দেখা যাক কী হয়।'
সিডনিতে তাঁর বই টেস্টেড-এর প্রকাশিত হওয়ার অনুষ্ঠানে কামিন্স বলেন, 'এই ব্যাপারটায় জোর দিতে চাই। বিশেষ করে ঘরের মাঠে জিততে চাই। অস্ট্রেলিয়ার সকলেই আমার মতোই চান আমরা দেশের মাটিতে ভাল খেলি।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে পারথে, আগামী ২২ নভেম্বর।
View this post on Instagram
২০১৮-১৯ সালে প্রথমবার ভারতের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারে অস্ট্রেলিয়া। ২০২০-২১ সালে ফের ভারতের বিরুদ্ধে এগিয়ে গিয়েও সিরিজ হারে অস্ট্রেলিয়া। তবে এবার সেই ছবি বদলাতে মরিয়া কামিন্স। বলেছেন, 'আমাদের দল দারুণ ছন্দে রয়েছে। ভাল না খেলার কোনও কারণ নেই।'
আরও পড়ুন: কেরলের বিরুদ্ধে এক পয়েন্টেই আটকে গেল বাংলা, রঞ্জিতে পরের ম্যাচে কি খেলবেন শামি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।