IND vs AUS: অস্ট্রেলিয়া সিরিজেই শেষবার দেখা যাবে বিরাট, রোহিতকে? কী বলছেন বিসিসিআই সহ সভাপতি
অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজে ফিরছেন বিরাট ও রোহিত। জাতীয় দলে দুজনের ফিরে আসাটা কােথাও না কোথাও জাতীয় দলের শক্তি বাড়বে বলেই মনে করেন রাজীব শুক্ল।

মুম্বই: ২ ফর্ম্য়াটে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে ভারতীয় দল। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু সিরিজ। প্রথমে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও পরে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার জাতীয় দলে ফেরায়। এর ওপর আবার রোহিতকে সরিয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে শুভমন গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এমনটাও কানাঘুষো শোনা যাচ্ছে যে ২ তারকার না কি এটাই শেষ সিরিজ।
এই নিয়ে এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে সেই সম্ভাবনায় কোথাও জল ঢেলে দিলেন এবার বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল। তিনি বলছেন, "এমনটা শোনা যাচ্ছে যে বিরাট ও রোহিতের না কি এটাই শেষ সিরিজ। কিন্তু আদৌ সেরকম কোনও বিষয়ই নেই। আর সবচেয়ে বড় কথা অবসর নেওয়ার পুরো সিদ্ধান্তটাই তাঁদের নিজেদের ওপর থাকে। তাই এটাই ওদের শেষ সিরিজ, এমনটা বলা পুরো ভুল।''
জাতীয় দলে দুজনের ফিরে আসাটা কােথাও না কোথাও জাতীয় দলের শক্তি বাড়বে বলেই মনে করেন রাজীব শুক্ল। তিনি বলেন, ''এটা আমাদের কাছে খুবই ভাল খবর। দুজনই সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে পড়ে। ওদের উপস্থিতিতে নিঃসন্দেহে দলের ব্যাটিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল ভাল পারফর্ম করবে।"
রোহিত শর্মাকে নেতৃত্বভার থেকে সরিয়ে দেওয়া হলেও সিনিয়র ব্যাটার হিসেবে তাঁকে দলে রাখা হয়েছে। বিরাট কোহলিকেও দলে রাখা হয়েছে। রোহিত ও বিরাটের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে কে বেশি রান করেছেন? কে বেশি সফল? রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৫৭.৩১ গড়ে এবং ৯৬ স্ট্রাইক রেটে ২,৪০৭ রান করেছেন। তার রেকর্ডে ৮টি সেঞ্চুরি এবং ৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা ৩০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। ৫৩ গড়ে রান করেছেন তিনি। ৯০.৫৯ স্ট্রাইক রেট সহ ১,৩২৮ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনবারই তিনি শূন্য রানে আউট হয়েছেন। অন্যদিকে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের থেকে বেশি ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ৫০টি ম্যাচ খেলে ৪৮ ইনিংসে ৫৪.৪৭ গড়ে এবং ৯৩.৬৯ স্ট্রাইক রেটে ২৪৫১ রান করেছেন।




















