Border Gavaskar Trophy: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টিকিট বিক্রিতে রেকর্ড! রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষা শুরু
Border-Gavaskar Trophy: প্রত্যেক টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা ফ্যান জোন তৈরি রাখা হচ্ছে। মাঠে যাতে জাতীয় পতাকা বা ঢোলের মতো বাদ্য সরঞ্জাম নিয়ে যাওয়া যায়, তার ব্যবস্থাও করা হচ্ছে।
সিডনি: সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বের সেরা দুই প্রতিপক্ষ। যারা মাঠে একে অপরের বিরুদ্ধে নামা মানেই একেবারে কাঁটে কা টক্কর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল, এই দুই দলই ট্রফি যুদ্ধে নেমেছে।
সেই ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) টেস্ট সিরিজ ঘিরে উন্মাদনা এমনই পর্যায়ে যে, বহুদিন আগে টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম দিনই রেকর্ড তৈরি হল। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে বলা হয় বর্ডার গাওস্কর ট্রফি। দুই দেশের দুই কিংবদন্তি অ্যালান বর্ডার ও সুনীল গাওস্করের (Sunil Gavaskar) নামে যে ট্রফির নামকরণ। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। সেই সিরিজের ম্যাচ টিকিট বিক্রি শুরু হল। আর প্রথম দিনই রেকর্ড। এর আগে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছিল ২০১৮-১৯ মরশুমে। কিন্তু সেই সংখ্যার চেয়েও ৬৭ শতাংশ বেশি টিকিট বিক্রি হয়েছে এবার।
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলবে ভারত। সিডনিতে হবে নববর্ষের প্রথম টেস্ট ম্যাচ। ম্যাকগ্রা ডে কর্মসূচিও (স্তন ক্যানসার সচেতনতার জন্য প্রকল্প) পালিত হবে সিডনিতে। এই দুই টেস্ট ম্যাচের টিকিট নিয়ে এখন থেকেই হাহাকার।
পাশাপাশি আগ্রহ তৈরি হয়েছে ব্রিসবেন টেস্ট নিয়েও। গাব্বা ২০২০-২১ সালে ইতিহাস তৈরি করেছিল ভারত। এবারও সেই মাঠে দুই দলের টেস্ট ম্যাচ রয়েছে। সেই ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে।
The best cricketers in the world are coming to Australia this summer!
— Cricket Australia (@CricketAus) May 30, 2024
Fans can access priority pricing during the pre-sale window (June 4 – 13) by registering for free here ➡️ https://t.co/R5Vmy4d22u pic.twitter.com/z5gfnOsYly
এনআরএমএ ইনসিউরেন্স বর্ডার গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) শুরু হবে ২২ নভেম্বর পারথে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দিয়ে। তারপর ৬ ডিসেম্বর অ্যাডিলেডে রয়েছে দ্বিতীয় ম্যাচ। যে টেস্ট খেলা হবে নৈশালোকে, গোলাপি বলে। তারপর গাব্বায় তৃতীয় টেস্ট ১৪ ডিসেম্বর থেকে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ও সিরিজের শেষ ম্যাচ সিডনিতে জানুয়ারিতে।
প্রত্যেক টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা ফ্যান জোন তৈরি রাখা হচ্ছে। মাঠে যাতে জাতীয় পতাকা বা ঢোলের মতো বাদ্য সরঞ্জাম নিয়ে যাওয়া যায়, তার ব্যবস্থাও করা হচ্ছে।
আরও পড়ুন: গার্ড অফ অনার, উপহারের ভিড়, পুষ্পবৃষ্টি, বিদায় লগ্নে কেঁদে ফেললেন সুনীল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।