India vs Australia: কালই মাঠে নেমে যেতে পারেন, ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন স্টিভ স্মিথ
Steve Smith: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জেতার পরই স্মিথ জানিয়ে দিয়েছেন, পারলে কালই টেস্ট খেলতে মাঠে নেমে পড়বেন।
সিডনি: মাঝে এখনও কিছুদিন সময় রয়েছে। তারপর শুরু হবে বহু প্রতিক্ষীত বর্ডার-গাওস্কর ট্রফি। যদিও সেই সিরিজে মাঠে নামার জন্য এখন থেকেই ছটফট করছেন স্টিভ স্মিথ (Steve Smith)। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জেতার পরই স্মিথ জানিয়ে দিয়েছেন, পারলে কালই টেস্ট খেলতে মাঠে নেমে পড়বেন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৪৬ বলে ৪৪ রান করেছেন স্মিথ। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে যিনি টেস্টে অস্ট্রেলিয়ার বিকল্প ওপেনার হয়ে ওঠার দাবিদার হতে চেয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্যর্থতার পর ফের ব্যাটিং অর্ডারে নিজের চার নম্বর জায়গায় ফিরে গিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে ভারতের বিরুদ্ধে সিরিজ অস্ট্রেলিয়ার কাছে মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই সিরিজে অস্ট্রেলিয়ার অন্যতম বাজি স্মিথ।
তার আগে স্মিথ বলেছেন, 'আমার গত সপ্তাহের প্রস্তুতি খুব ভাল হয়েছিল। আমি নিজেই অনুভব করছি দারুণ জায়গায় রয়েছি। ক্রিজে খুব ভাল ভারসাম্য রয়েছে। দারুণভাবে ব্যাট নেমে আসছে। আজ ব্যাট করার সময় দারুণ অনুভূতি হয়েছে। আরও একটুখানি ক্রিজে কাটাতে পারলে দারুণ হতো।'
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে মহৎ উদ্যোগ সৌরভের, জঙ্গলমহলের দুঃস্থ মানুষের দিকে বাড়ালেন সাহায্যের হাত
পাশাপাশি স্মিথ বলেছেন, 'আমি প্রস্তুত। আমি এখনই প্রস্তুত। হ্যাঁ, কালই মাঠে নেমে একটা টেস্ট ম্যাচ খেলতে পারি। আমার মনে হচ্ছে দারুণ জায়গায় রয়েছি। দারুণ প্রস্তুতি হয়েছে। এখানে আগে পৌঁছে গিয়ে খুব ভাল ব্যাটিং প্র্যাক্টিস সেরে নিয়েছি। কয়েকটা জিনিস ঠিক করে নিতে চাইছি। সব কিছু পরিকল্পনা মতোই হয়েছে।'
A quality start to the ODI series!
— cricket.com.au (@cricketcomau) November 4, 2024
The Aussies take the win in a close one in Melbourne #AUSvPAK pic.twitter.com/CjLMFW9DXS
ভারতের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড স্মিথের। টেস্টে ২ হাজারের ওপর রান রয়েছে। ১৯ ম্যাচে ৬৫.৮৭ গড়ে রান করেছেন। ফের স্মিথের ব্যাট চলতে শুরু করলে সমস্যায় পড়তে পারেন ভারতীয় বোলাররাও।
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।