India vs Australia LIVE: অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া, ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে রোহিতরা
IND vs AUS Live: টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া গ্রুপ শীর্ষে থেকে সুপার এইটে পৌঁছেছিল। সুপার এইটেই ছিনিয়ে নিল শীর্ষস্থান।
LIVE
![India vs Australia LIVE: অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া, ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে রোহিতরা India vs Australia LIVE: অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া, ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে রোহিতরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/8d76323eb08ba980e90621eb4255ecdc171923084968450_original.jpg)
Background
সেন্ট লুসিয়া: অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে কারা যাবে সেমিফাইনালে। লড়াইয়ে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।
অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ার পর সুপার এইটের ভারতের গ্রুপের লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। আফগানিস্তানও এখন উঠে এসেছে সেমিতে ওঠার অন্যতম দাবিদার হিসেবে। আর তাই আজ ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) ম্য়াচ মূলত মার্শবাহিনীর কাছে ডু অর ডাই। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত (Team India)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া গ্রুপ শীর্ষে থেকে সুপার এইটে পৌঁছেছিল। এখানেও তারা হারিয়ে দিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের পিচ মূলত ব্যাটারদের জন্য আদর্শ। এখানে বোলারদের একটু কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তাই টস জিতে যে কোনও অধিনায়কই ব্যাটিং নেওয়ার কথাই ভাববেন। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৩১টি ম্য়াচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তার মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। অন্য়দিকে ১৯ বার জিতেছে ভারতীয় দল। অর্থাৎ ইতিহাস কিন্তু বলছে পাল্লা ভারী টিম ইন্ডিয়ারই। কিন্তু সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে গুরুত্বপূর্ণ ম্য়াচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। যা কিছুটা চাপে রাখবে আজ তাদের।
ভারতীয় দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে যে দল খেলিয়েছে, তাতে খুব একটা পরিবর্তন করেনি। শুধুমাত্র সিরাজের বদলে কুলদীপ ঢুকেছেন শেষ ২ ম্য়াচে। এই ম্য়াচেও হয়ত তেমনই থাকবে ফর্মেশন। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়। সেক্ষেত্রে কুলদীপ যদি খেলেন, তবে তিন স্পিনার থাকবে আজকের ভারতীয় একাদশে। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে আফগানিস্তান ম্যাচে ফর্মে ফিরেছেন গ্লেন ম্য়াক্সওয়েল। এছাড়াও ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মার্কাস স্টােইনিস।
IND vs AUS Live: ১৮১/৭ স্কোরে আটকে গেল অস্ট্রেলিয়া
নির্ধারিত ২০ ওভারে ১৮১/৭ স্কোরে আটকে গেল অস্ট্রেলিয়া। ২৪ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে ভারত।
AUS vs IND Live: ১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৭/৭
টিম ডেভিডকে (১৫ রান) ফেরালেন অর্শদীপ। ১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৭/৭।
AUS vs IND Live: বিরাট ধাক্কা বুমরার, ফেরালেন ট্র্যাভিস হেডকে
বিরাট ধাক্কা বুমরার। ফেরালেন ট্র্যাভিস হেডকে (৪৩ বলে ৭৬ রান)। ১৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৩/৫।
AUS vs IND Live: ১৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪১/৪
মার্কাস স্টোইনিসকে (২) ফেরালেন অক্ষর পটেল। ১৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪১/৪।
India vs Australia live score: কুলদীপের ঘূর্ণিতে বোল্ড ম্যাক্সওয়েল
কুলদীপের ঘূর্ণিতে বোল্ড ম্যাক্সওয়েল। ১৩.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১২৮/৩।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)