India vs Australia: হারের ধাক্কা, বিশ্রামের ভাবনা বাতিল করে অভিশপ্ত মাঠেই প্র্যাক্টিসে নেমে পড়ছেন রোহিতরা
Border-Gavaskar Trophy: ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। অ্যাডিলেড থেকেই অ্যাডিলেডের ধাক্কা কাটানোর উদ্যোগ শুরু করে দিতে চলেছে টিম ইন্ডিয়া।
অ্যাডিলেড: সব কিছু ঠিকঠাক চললে গোলাপি বলের টেস্ট (India vs Australia) ম্যাচের শেষ দিনের খেলা হওয়ার কথা ছিল মঙ্গলবার। কে বলতে পারে, ম্যাচ শেষ দিন পর্যন্ত গড়ালে রুদ্ধশ্বাস কোনও পরিণতি অপেক্ষা করে থাকত না? হয়তো শেষ উইকেট তোলার জন্য মরিয়া লড়াই চালাতেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। কিংবা অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে লোয়ার মিডল অর্ডারে নীতীশ রেড্ডি-ঋষভ পন্থরা দাঁতে দাঁত চেপে ক্রিজে পড়ে থাকতেন।
মঙ্গলবারই ফের অ্যাডিলেডে নেমে পড়ছে ভারতীয় দল। কে থাকবেন না সেই দলে? রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, কে এল রাহুল থেকে শুরু করে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সকলেরই মাঠে থাকার কথা। অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া গোলাপি বলে দিন-রাতের টেস্ট আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। ১০ উইকেটে ম্যাচ হেরেছে ভারত। চার বছর আগে এই অ্যাডিলেডেই ৩৬ রানে অল আউটের লজ্জা তাড়া করেছিল ভারতীয় দলকে। এবারও এই মাঠ থেকে হারের তিক্ত স্মৃতি নিয়ে ফিরতে হয়েছে ভারতীয় দলকে। চলতি বর্ডার-গাওস্কর সিরিজ এখন ১-১।
আর এই পরিস্থিতিতে বিশ্রাম নেওয়ার পরিকল্পনা বাতিল করল ভারতীয় দল। পরিবর্তে মাঠে নেমে পড়ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এবং সেটা অভিশপ্ত অ্যাডিলেডেই। তৃতীয় টেস্টের আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না ভারতীয় দল।
পারথে ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হারতে হয়েছে ভারতকে। যে পারফরম্যান্স দেখার পর সুনীল গাওস্করের মতো কিংবদন্তিও দাবি তুলেছেন, ভারতের উচিত অনুশীলনে আরও সময় দেওয়ার।
রোহিতরাও সেই সিদ্ধান্তই নিলেন। অ্যাডিলেডে মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটায় ভারতের অনুশীলন রাখা হয়েছে। গোলাপি বলে টেস্ট ম্যাচ চললে খেলার শেষ দিন হতো মঙ্গলবার। সেদিন থেকেই সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিতে নেমে পড়ছে ভারতীয় দল।
ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। অ্যাডিলেড থেকেই অ্যাডিলেডের ধাক্কা কাটানোর উদ্যোগ শুরু করে দিতে চলেছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: উত্তপ্ত আবহেই ফুটবল মাঠে ভারত বনাম বাংলাদেশ, গ্রুপে রয়েছে আর কোন দল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।