Virat Kohli: চতুর্থ টেস্টের আগে বিরাটের এমসিজিতে রেকর্ড হাসি ফোটাবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের
IND vs AUS: মেলবোর্ন বিরাটের জন্য বেশ পয়া ক্রিকেট মাঠ। এই মাঠে তিনটি ম্য়াচ খেলতে নেমে এখনও পর্যন্ত ৩১৬ রান করেছেন কোহলি ৬ ইনিংসে। গড় ৫২.৬৭।
মেলবোর্ন: চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে পারথ টেস্টে একটি সেঞ্চুরি বাদ দিলে বিরাট কোহলির ব্যাটে রান নেই। রোহিতের মতই বিরাটের ফর্মও চিন্তার কারণ টিম ম্য়ানেজমেন্টের কাছে। এই পরিস্থিতিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দল যখন নামবে তখন নিশ্চিতভাবেই নজর থাকবে প্রাক্তন ভারত অধিনায়কের দিকে। এমসিজিতে বিরাটের ব্যাট হাতে রেকর্ড নিশ্চিতভাবেই কিছুটা স্বস্তি দেবে টিম ম্য়ানেজমেন্টকে।
মেলবোর্ন বিরাটের জন্য বেশ পয়া ক্রিকেট মাঠ। এই মাঠে তিনটি ম্য়াচ খেলতে নেমে এখনও পর্যন্ত ৩১৬ রান করেছেন কোহলি ৬ ইনিংসে। গড় ৫২.৬৭। ঝুলিতে পুরেছেন একটি শতরান ও দুটো অর্ধশতরান। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে ২৫.০৬ গড়ে ব্যাটিং করেছেন বিরাট।
১৯৮৫ সালে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট খেলা হয়েছিল ১৯৮৫ সালে। সেই ম্যাচ ড্র হয়েছিল। সেই থেকে ২০১৪ সাল পর্যন্ত পাঁচটি ম্য়াচে টানা জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৪ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল সেই ম্য়াচ ড্র করে। কিন্তু এরপর ২০১৮ ও ২০২০ দুটো মরশুমে দুটো বক্সিং ডে টেস্টে টানা জয় ছিনিয়ে নেয়।
এদিকে, বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড থেকে বাদ দেওয়া হল নাথান ম্য়াকস্যুইনিকে। তরুণ ম্যাকস্যুইনির বদলে আরেক তরুণকে সুযোগ দেওয়া হচ্ছে অজ়ি দলে। তিনি স্যাম কন্সটাস। টিন এজার অজ়ি ব্যাটারকে নিয়ে গোটা অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলে হইচই। বিগত ৭০ বছরে কনিষ্ঠতম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে টেস্টে অভিষেক ঘটানোর সুযোগ পেতে পারেন কন্সটাস। সেক্ষেত্রে তিনি প্রাক্তন অজ়ি অধিনায়ক ইয়ান ক্রেগের (১৭ বছর ২৩৯ দিন) পর অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে টেস্টে অভিষেক ঘটানোর কৃতিত্ব গড়বেন। সদ্যই দিনকয়েক আগে কন্সটাস ১৯-এ পা দিয়েছেন। এত কম বয়সে শেষ প্যাট কামিন্স ব্যাগি গ্রিন হাতে পেয়েছিলেন। বর্তমান অজ়ি অধিনায়ক ২০১১ সালে মাত্র ১৮ বছর ১৯৩ দিনে অভিষেক ঘটিয়েছিলেন।
কন্সটাস এছাড়া তিন বছর পর অস্ট্রেলিয়ান টেস্ট দলে ঝাই রিচার্ডসনের প্রত্যাবর্তনও ঘটল। অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকেও ১৫ জনের দলে রাখা হয়েছে। তবে ম্যাকস্যুইনি বাদে আর কোনও অজ়ি ক্রিকেটারকে দল থেকে বাদ পড়তে হয়নি। প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে মাত্র ৭২ রান করেছিলেন ম্যাকসুইনি।
আরও পড়ুন: অপরাজিত শতরান অভিষেকের, দিল্লির বিরুদ্ধে জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু বাংলার