IND vs BAN: ভারত-বাংলাদেশ টেস্টেও মালিঙ্গাকে দেখতে পাচ্ছেন বিরাট, জেনে চমকে গেলেন প্রাক্তন পেসারও
IND vs BAN Test: আসলে বিরাট কোহলি মাঠে থাকবেন, আর কিছু ঘটনা ঘটবে না তা আবার হয় নাকি! ঠিক যেমন খেলার দ্বিতীয় দিনে শাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যাটিং করছিলেন বিরাট।
চেন্নাই: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ চলছে। প্রথম টেস্টটি হচ্ছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। আর সেখানেই উপস্থিত লাসিথ মালিঙ্গা। অবাক হচ্ছেন? আসলে বিরাট কোহলির সৌজন্যেই লাসিথ মালিঙ্গা চেন্নাই টেস্টে উপস্থিত হয়েছেন। তবে সশরীরে নয়, তাহলে কীভাবে?
আসলে বিরাট কোহলি মাঠে থাকবেন, আর কিছু ঘটনা ঘটবে না তা আবার হয় নাকি! ঠিক যেমন খেলার দ্বিতীয় দিনে শাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যাটিং করছিলেন বিরাট। সেই সময় নাগাড়ে ইয়র্কার লেংথে বল করে যাচ্ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এরপরই শাকিব যখন ফিল্ডিংয়ে আসেন, তখনই বিরাট বলেন, 'নিয়ামাই মাল্লি' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'দুর্দান্ত ভাই'।
আসলে সিংহলি ভাষায় শাকিবকে প্রশংসা করেছিলেন বিরাট। তিনি বলেন, 'মালিঙ্গা হয়ে গিয়েছ নাকি? একের পর এক ইয়র্কার দিয়েই যাচ্ছ নাগাড়ে।' সেই কথা শুনে হেসে ফেলেন বাংলাদেশ অলরাউন্ডারও। বিরাটও হেসে ওঠেন বলেই। আর সোশ্যাল মিডিয়ায় এই কথোপকথনের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। বিষয়টি নজর এড়ায়নি মালিঙ্গারও। তিনি নিজের সােশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই ভিডিও ক্লিপ।
Niyamai malli🤣🫶 https://t.co/heeEK48QRP
— Lasith Malinga (@malinga_ninety9) September 21, 2024
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs BAN 1st Test) তৃতীয় দিনের শেষ সেশনে ঘরের ছেলে আর অশ্বিনের (R Ashwin) স্পিন ভেল্কিও দেখল চেন্নাই। এই ত্রয়ীর সুবাদেই প্রথম টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। ৫১৫ রান তাড়া করতে নেমে দিনশেষে বাংলাদেশের স্কোর চার উইকেটের বিনিময়ে ১৫৮ রান। জয়ের জন্য আরও ৩৫৭ রান তুলতে হবে বাংলাদেশকে। ভারতের হয়ে দিনের শুরুটা ব্যাট হাতে করেছিলেন শুভমন গিল ও ঋষভ পন্থ। দুই তারকার চোখধাঁধানো ব্যাটিংয়ে ভারতীয় দল ম্যাচে অনেকটাই এগিয়ে যায়। বাংলাদেশের সামনে জয়ের জন্য রেকর্ড টার্গেট দেয় ভারত। পন্থ ও গিল, দুই তারকার শতাধিক রানের পার্টনারশিপে মধ্যাহ্নভোজের সময় ভারতীয় দলের রান দু'শোর গণ্ডি পার করে ফেলে। লিড দাঁড়ায় ৪৩২।
তবে তৃতীয় সেশন শুরু হওয়ার পর পরই যশপ্রীত বুমরা ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন। জাকিরকে ৩৩ রানে আউট করেন বুমরা। এরপর অশ্বিন শো। ঘরের মাঠে বল হাতে অশ্বিনের রেকর্ড বেশ ভাল। এদিনও তিনি সেই রেকর্ড অব্যাহত রাখলেন। একে একে অশ্বিনের ভেল্কিতে শাদমান, মোমিনুল, মুশফিকুররা সাজঘরে ফেরেন। একমাত্র ওপার বাংলার অধিনায়ক নাজমুল হোসেন শান্তই ব্যাট হাতে এখনও অবধি নজর কেড়েছেন। তিনি ৫১ রানে ব্যাট করছেন।