IND vs BAN Live: দিনভর বৃষ্টির লুকোচুরি, আকাশের মুখভার, কানপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা
India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: প্রথম দিনে এক সময় আলো এতটাই কমে যায় যে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর ঝেপে নামে বৃষ্টি। তার জেরেই আর খেলা সম্ভব হয়নি।
LIVE

Background
IND vs BAN Live Score: ৯ বছর পর ফের ভারতের মাটিতে এমনটা হল
শেষবার ভারতের মাটিতে ২০১৫ সালে টেস্টে এমনটা হয়েছিল যে কোনও বল খেলা সম্ভব হয়নি। সেবার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
IND vs BAN Live Updates: দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
দ্বিতীয় দিনের খেলা পরিত্য়ক্ত ঘোষণা করা হল। এক বলও খেলা হল না কানপুর টেস্টের দ্বিতীয় দিন। মাঠেই নামতে পারলেন না রোহিত, শাকিবরা।
IND vs BAN Live Score: কভারে জমে জল, কাজ করছে সুপার সপার
বৃষ্টি নেই। হাওয়াও তেমন বইছে না। আকাশ হাল্কা পরিষ্কারই। কিন্তু কভারে এখনও জল জমে। তাই সুপার সপার দিয়ে জল সরানোর কাজ চলছে গ্রিন পার্কে। খেলা আদৌ কখন শুরু করা সম্ভব হবে এখনও নিশ্চয়তা নেই।
IND vs BAN Live Updates: মাঠ ছাড়লেন ক্রিকেটাররা
দীর্ঘক্ষণ মাঠে ঠাঁয় দাঁড়িয়ে ২ দলের ক্রিকেটাররা। অবশেষে নিরুপায় হয়ে টিম হোটেলে ফিরে গেলেন বিরাট-শাকিবরা।
IND vs BAN Live Score: গ্রিন পার্কে দেখা মিলল সূর্যের
সরানো হচ্ছে কভার। সুপার সপার ব্যবহার করা হচ্ছে জল সরাতে। সূর্যের দেখা মিলেছে কিছুটা। আকাশ খানিকটা পরিষ্কার। গ্রাউন্ডসম্য়ানদের সঙ্গে কথা বলছেন ম্য়াচের তৃতীয় আম্পায়ার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
