India vs Bangladesh Live: ভারত এখনও এগিয়ে ২৬ রানে, বাংলাদেশের হাতে ৮ উইকেট, কানপুরে শেষ দিন নাটকের অপেক্ষা
India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: গ্রিন পার্কে মাঠের পরিস্থিতি, বন্দোবস্ত সব নিয়েই ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এই মাঠ এবং মাঠের বিভিন্ন বন্দোবস্তকে সবথেকে খারাপ দাবি করেছেন।
LIVE
Background
বৃষ্টির জেরে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের (India vs Bangladesh 2nd Test) দ্বিতীয় দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। রবিবারও একই ছবি দেখা গেল। এক বলও গড়াল না, ভেস্তে গেল গোটা দিনের খেলা। পরপর দুই দিন ম্যাচ ভেস্তে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দেন নেটজেনরায়। কাঠগড়ায় তোলা হয় বিসিসিআইকেও।
মাঠে পরপর দুইদিন ভেস্তে গিয়েছে ম্যাচ। মাঠের পরিস্থিতি, বন্দোবস্ত সব নিয়েই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এই মাঠ এবং মাঠের বিভিন্ন বন্দোবস্তকে সবথেকে খারাপ বলে দাবি করেছেন। অনেকেই আবার উপদেশ দিচ্ছেন এরপর থেকে যেন পরিবেশের আগাম পূর্বাভাস না দেখে কোনও ম্যাচের ভেন্যু ঘোষণা না করা হয়।
ভেজা মাঠের ফলে ম্য়াচ ভেস্তে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাঠ প্রস্তুতকারকদের দিকেও আঙুল উঠছে। তবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ প্রস্তুতকারক শিব কুমারের কথায় তিনি ম্যাচ আধিকারিকদের কথাবার্তা সঠিকভাবে বুঝতেই পারেননি। তিনি বলেন, 'ওঁরা আমাদের মাঠের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনটি ভিন্ন সময়ের কথা বলেন। তবে সমস্যাটা ঠিক কোথায়, সেই নিয়ে কিছুই বলেননি। কোন জায়গাটা ভেজা রয়েছে বা ঠিক কোথায় সমস্যা তা নিয়ে কিছু বলেনি। আমি তো ওঁদের ম্যাচ শুরু করার জন্য বলেইছিলাম। কিছু সমস্যা হলে আমায় জানাতেও বলেছিলাম।'
IND vs BAN Live: মাত্র ১১ ওভার ব্যাট করে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ
বাংলাদেশের ২৩৩ রান তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ দিন ২৮৫/৯ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত। ওভার প্রতি ৮.২২ রান রেটে রান তুললেন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কে এল রাহুল, রোহিত শর্মারা। বাংলাদেশের চেয়ে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ। মাত্র ১১ ওভার ব্যাট করে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। দুটি উইকেটই নিয়েছেন আর অশ্বিন।
IND vs BAN Live: বাংলাদেশের স্কোর ২৬/২
অশ্বিন পরপর ফেরালেন শাদমান ইসলাম (৭) ও হাসান মাহমুদ (৪)-কে। বাংলাদেশের স্কোর ২৬/২।
IND vs BAN Live: মাত্র ৩৪.২ ওভারে এই রান তুলেছে ভারত
বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার দিল ২৮৫/৯ স্কোরে। মাত্র ৩৪.২ ওভারে এই রান তুলেছে ভারত। রান রেট? ওভার প্রতি ৮.২২ রান তুলেছে ভারত। ৫০ ওভার ব্যাটিং করলে চারশো পেরিয়ে যেতে পারত ভারত।
India vs Bangladesh Live Update: ২৮৯/৯ স্কোর তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত
৪৩ বলে ৬৮ রান করে ফিরলেন রাহুল। ৮ রান করে ফিরলেন জাডেজা। অশ্বিন ১ ও আকাশদীপ ১২ রান করলেন। ৩৪.৪ ওভারে ২৮৯/৯ স্কোর তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। বাংলাদেশের চেয়ে ৫২ রানের লিড নিয়ে।
India vs Bangladesh Live: ৩১ ওভারের শেষে ভারতের স্কোর ২৬৪/৫
৩৫ বলে ৪৭ রান করে বোল্ড হয়ে গেলেন কোহলি। ঘাতক ফের শাকিব। ৩১ ওভারের শেষে ভারতের স্কোর ২৬৪/৫। বাংলাদেশের চেয়ে ৩১ রানের লিড নিল ভারত।