(Source: ECI/ABP News/ABP Majha)
India vs Bangladesh Live Updates: বাংলাদেশকে ফের দুরমুশ করবে ভারত, নাকি চমক শান্ত-শাকিবদের? কানপুর টেস্টের লাইভ আপডেট
India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: ম্যাচে বৃষ্টির পূর্বভাস রয়েছে। বৃহস্পতিবার ম্যাচের আগের দিনও বৃষ্টি হয়েছে। যে কারণে প্র্যাক্টিসে বিঘ্ন ঘটে। মাঠ ঢাকা পড়ে প্লাস্টিকের কভারে।
LIVE
Background
কানপুর: চেন্নাইয়ে প্রথম টেস্টে তিনদিনের সামান্য় কিছু বেশি সময়ে বাংলাদেশকে ২৮০ রানের বিরাট ব্যবধানে চুরমার করেছিল ভারত (India vs Bangladesh)। সিরিজে এগিয়ে গিয়েছিল ১-০ ব্যবধানে।
সিরিজে ০-১ পিছিয়ে রয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে। ভারতের ঘরের মাঠে ভারতীয় দলকে হারাতেই হবে। তবে সিরিজ অমীমাংসিত রাখতে পারবে বাংলাদেশ। অন্যদিকে, ভারতের সামনে সিরিজ ২-০ করে ফেলার হাতছানি।
কিন্তু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে (Green Park Stadium Kanpur) ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ আদৌ শুরু করা যাবে তো?
আশঙ্কা থাকছে। কারণ, ম্যাচে বৃষ্টির পূর্বভাস রয়েছে। বৃহস্পতিবার ম্যাচের আগের দিনও বৃষ্টি হয়েছে। যে কারণে প্র্যাক্টিসে বিঘ্ন ঘটে। মাঠ ঢাকা পড়ে প্লাস্টিকের কভারে।
চেন্নাইয়ে লাল মাটির পিচে খেলা হয়েছিল। যেখানে পেসার ও স্পিনার - দুইয়ের জন্যই ছিল বাড়তি বাউন্স। কানপুরের পিচ অবশ্য অন্যরকম। কালো মাটির পিচে হবে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তবে প্রতিপক্ষকে ধন্দে রাখতেই সম্ভবত দুটি পিচ প্রস্তুত রাখা হয়েছে। দুটিই কালো মাটির। কোন পিচে শেষ পর্যন্ত ম্যাচ হয়, তা নিয়ে সংশয় রেখে দেওয়া হয়েছে।
কানপুরের পিচে প্রথম দিকে পেসাররা সাহায্য পেলেও ম্যাচ যত গড়াবে, তত মন্থর হবে উইকেট। সাহায্য পাবেন স্পিনাররা। ভারতীয় দল তাই একজন পেসারের সংখ্যা কমিয়ে খেলাতে পারে বাড়তি এক স্পিনার। সেক্ষেত্রে আকাশ দীপের পরিবর্তে দলে আসতে পারেন কুলদীপ যাদব বা অক্ষর পটেল। অক্ষর আসা মানে ব্যাটিংয়ে গভীরতা বাড়বে। তবে নিজের শহরে কুলদীপকে খেলানোর জোরাল সম্ভাবনাও রয়েছে। দুজনই বৃহস্পতিবার নেটে দীর্ঘক্ষণ বোলিং করেন। আবার কারও কারও মতে, বুমরার সঙ্গে আকাশ দীপকে খেলিয়ে সিরাজের পরিবর্তে একজন বাড়তি স্পিনার খেলানোর কৌশলও নেওয়া হতে পারে।