India vs Bangladesh: ভারতের টি-২০ দলে ডাক পেলেন কেকেআরের তিন ক্রিকেটার, রয়েছে বিরাট চমকও
India T20 Team: ভারতের টি-২০ দলের অধিনায়ক রাখা হয়েছে সূর্যকুমার যাদবকেই। টি-২০ বিশ্বকাপের পরই যাঁর হাতে এই ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল।
মুম্বই: আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে ভারতের টি-২০ বিশ্বকাপের দলে কেকেআরের কোনও ক্রিকেটার না থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। একমাত্র রিঙ্কু সিংহ (Rinku Singh) ছিলেন স্ট্যান্ড বাই হিসাবে। যদিও ভারত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সব আলোচনা থিতিয়ে গিয়েছিল।
তবে ভারতীয় দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরই কেকেআর ক্রিকেটারদের পারফরম্যান্সের পুরস্কার দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের দলে সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের তিন ক্রিকেটার। রিঙ্কু সিংহ ছাড়াও দলে ডাক পেলেন হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। মনে করা হচ্ছে, কেকেআরের প্রাক্তন মেন্টর গম্ভীরের মত নিয়েই তাঁদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৫ সদস্যের ভারতীয় দলে রয়েছে চমকও। কারণ, দলে নেওয়া হয়েছে ময়ঙ্ক যাদবকে (Mayank Yadav)। যিনি গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে হইচই ফেলে দিয়েছিলেন। ঘণ্টায় ১৫৬ কিলোমিটারের বেশি গতিতে বল করেছিলেন ময়ঙ্ক। তবে চোটের জন্য আইপিএলের পরের দিকে খেলতে পারেননি ময়ঙ্ক। তাঁর চোট প্রবণতা নিয়েও প্রশ্ন উঠেছিল।
সেই এক্সপ্রেস পেসারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। গম্ভীর নিজে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন ময়ঙ্ককে কাছ থেকে দেখেছেন। পাশাপাশি ভারতীয় দলের বর্তমান জোরে বোলিং কোচ মর্নি মর্কেল এর আগে লখনউয়ের বোলিং কোচ ছিলেন এবং ময়ঙ্ককে ভালমতোই চেনেন। ময়ঙ্কের অন্তর্ভুক্তির নেপথ্যেও তাঁদের মত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।
NEWS 🚨 - #TeamIndia’s squad for T20I series against Bangladesh announced.
— BCCI (@BCCI) September 28, 2024
More details here - https://t.co/7OJdTgkU5q #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/DOyz5XGMs5
ভারতের টি-২০ দলের অধিনায়ক রাখা হয়েছে সূর্যকুমার যাদবকেই। টি-২০ বিশ্বকাপের পরই যাঁর হাতে এই ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই শ্রীলঙ্কার মাটিতে টি-২০ সিরিজ জিতেছিলেন স্কাই।
বাংলাদেশের বিরুদ্ধে গ্বালিয়র, নয়াদিল্লি ও হায়দারাবাদে তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত।
টি-২০ সিরিজের ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিংহ, হর্ষিত রানা ও ময়ঙ্ক যাদব
আরও পড়ুন: গুরুতর অভিযোগ, বাংলাদেশের সুপারফ্যান টাইগার রবিকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।