![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bangladesh: উত্তপ্ত বাংলাদেশ। ফের নতুন করে মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনা চট্টগ্রামের পাথরঘাটায়
ABP Ananda LIVE: উত্তপ্ত বাংলাদেশ। লাগাতার মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, লুঠের ঘটনার মাঝে ফের নতুন করে মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনা চট্টগ্রামের পাথরঘাটায়। বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরে ভাঙচুর করা হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে, মিছিল থেকে কিছু ব্য়ক্তি মন্দিরে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বাড়ি এবং দোকানে।
আরও খবর..
এবার কি সৌগত রায় ও সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে তৃণমূল? সূত্রের দাবি, তৃণমূল সাংসদ সৌগত রায় বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য, লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন। অন্যদিকে, সুখেন্দুশেখর রায় রাজ্য়সভায় আসন পরিবর্তনের জন্য চেয়ারম্য়ান জগদীপ ধনকড়কে চিঠি লিখেছেন। তৃণমূল সূত্রে দাবি, দুই সাংসদই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্বকে বিন্দুবিসর্গ না জানিয়ে, যা নিয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব।
আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতি নিয়ে আদালতে প্রথম চার্জশিট জমা দিল CBI. ১১০ পাতার চার্জশিটে সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডেদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে বলে সূত্রের দাবি।
![Bangladesh News: বেপরোয়া বাংলাদেশ! BSF-কে কাঁটাতার দিতেও বাধা BGB-র!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/07/3ca77ee13c57bb83c0b92788ea5f16651736250865412535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)