India vs England Test Live: লর্ডসে টান টান চতুর্থ দিনে পড়ল ১৪ উইকেট, পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন আরও ১৩৫
IND vs ENG Test Live Updates: তিন দিনের খেলার পর ইংল্যান্ড দুই রানে এগিয়ে রয়েছে।
LIVE

Background
লর্ডস: পরতে পরতে নাটক। প্রথমে জো রুটের (Joe Root) সেঞ্চুরি। তারপর যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) বিধ্বংসী স্পেল। ৫ উইকেট নিয়ে যিনি ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে।
লর্ডসে যখন কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ দুরন্ত পার্টনারশিপ গড়লেন, মনে হয়েছিল ভারত ইংল্যান্ডের (India vs England) স্কোরকে পেরিয়ে যাবে। কিন্তু পন্থের ৭৪ রানে আচমকা রান আউট হয়ে যাওয়াতেই ঘুরে যায় ম্যাচের মোড়। রাহুল সেঞ্চুরি করলেন। শেষ দিকে দাঁতে দাঁত চেপে লড়াই করে রবীন্দ্র জাডেজা করলেন ৭২। নীতীশ কুমার রেড্ডি (৩০) ও ওয়াশিংটন সুন্দর (২৩) ব্যাট হাতে লড়াই চালালেন। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংসও শেষ হল ৩৮৭ রানেই।
কোনও দল লিড পায়নি। কোনও দল পিছিয়ে নেই। কোনও দল এগিয়ে নেই। লর্ডস টেস্টের আর দু'দিনের খেলা বাকি। সেই দুদিনে কি নাটকীয় কোনও পরিণতি অপেক্ষা করে রয়েছে?
ইংল্যান্ডের প্রথম ইনিংসের আয়ু ছিল ১১২.৩ ওভার। ভারতের ইনিংস অবশ্য তার চেয়ে কিছুটা বেশি সময় টিকে রইল। ১১৯.২ ওভার। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিলেন ক্রিস ওকস। যিনি ইংরেজ বোলারদের মধ্যে স্যুইং করাতে সবচেয়ে বেশি পারদর্শী। জোফ্রা আর্চার ও বেন স্টোকস নিলেন ২টি করে উইকেট। যদিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় স্টোকসের একটি থ্রো। চতুর্থ উইকেটে ১৪১ রানের পার্টনারশিপের পতন ঘটায় যে থ্রো। এটিই ম্যাচের সেরা পার্টনারশিপ। যেভাবে ব্যাট করছিলেন দুই ক্রিকেটার জাডেজা ও রাহুল, মনে হচ্ছিল ভারত পাঁচশোর দিকে এগচ্ছে। সেখান থেকে স্টোকসের ওই একটি থ্রো-ই ম্যাচ পঞ্চাশ-পঞ্চাশ করে দেয়।
দিনের শেষে ১ ওভারই খেলা বাকি ছিল। ইংল্যান্ডকে সেই এক ওভার ব্যাট করার জন্য নামতে হয়। সেখানেও নাটক। প্রথমত, বল শুরু হওয়ার মাত্র ৯০ সেকেন্ড আগে মন্থর গতিতে হেঁটে মাঠে ঢোকেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তারপর বুমরাকে দুবার থামিয়ে দেন ক্রলি। সাইটস্ক্রিনের সমস্যার কথা বলে। মেজাজ হারান শুভমন। বিবাদ শুরু হয় দুই দলের ক্রিকেটারদের। বুমরার ওভারের পঞ্চম বলে আঙুলে চোট পান ক্রলি। তিনি চিকিৎসক ডাকেন। ফের মেজাজ হারিয়ে বচসায় জড়ান শুভমন। যাঁর দাবি ছিল, সময় নষ্ট করছেন ক্রলি। কোনওভাবেই যাতে দিনের শেষ লগ্নে আরও একটা ওভার না বল করার সুযোগ পায় ভারত।
দিনের শেষে ওই এক ওভারে ইংল্যান্ডের স্কোর ২/০।
IND vs ENG LIVE: টানটান চতুর্থ দিনের খেলা শেষ
চার দিনের খেলা শেষ হয়েছে। এখনও লর্ডসে জয়ের হাসি কে হাসবে, তা নিশ্চিত নয়। লক্ষ্য ১৯৩ রানের হলেও, দিনের শেষে ৫৮ রানে চার উইকেট হারিয়ে ফেলেছে ভারতীয় দল। ভারতীয় দলের জয়ের জন্য এখনও ১৩৫ রানের প্রয়োজন। দিনশেষে রাহুল ৩৩ রানে অপরাজিত রয়েছেন।
India vs England Test Day 4 Live: নায়ার আউ
প্রথম উইকেট হারানোর পর নায়ার ও রাহুল ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে কার্সের বল সম্পূর্ণ ভুল জাজ করে তা ছাড়তে যান করুণ নায়ার। ১৪ রানে এলবি হয়ে সাজঘরে ফিরলেন তিনি। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল।




















