India vs England Test Live: মাত্র দ্বিতীয়বার ৩৫০-র অধিক রানের পুঁজি নিয়েও টেস্টে পরাজিত ভারত, সিরিজ়ে এগিয়ে গেল ইংল্যান্ড
India vs England Live: হেডিংলেতে পঞ্চম দিনে ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডকে আরও ৩৫০ রান করতে হবে।
LIVE

Background
লিডস: হেডিংলে টেস্টে (ENG vs IND) প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের ত্রয়ী - যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থ। একটা সময় মনে হচ্ছিল, পাঁচশো পেরিয়ে যাবে ভারতের স্কোর। সেখান থেকে ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৭১ রানে অল আউট হয়ে যায় ভারত ( India vs England)।
দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি হল ভারতের ইনিংসে। প্রথমে কে এল রাহুল। তারপর ঋষভ পন্থ। দুই ইনিংসে ভর করে বড় স্কোরের দিকেই এগোচ্ছিল ভারত। কিন্তু মাত্র ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বসল ভারত। ৩৬৪ রানে অল আউট হয়ে গেলেন শুভমন গিলরা। সব মিলিয়ে ৩৭০ রানের লিড নিল ভারত। ম্যাচ জিততে ৩৭১ রান তুলতে হবে ইংল্যান্ডকে। হাতে রয়েছে ৯৬ ওভার। যে লক্ষ্য পূরণ করার জন্য ঝাঁপাতে পারে ইংল্যান্ড। ভারতও দ্রুত উইকেট তুলে ইংল্যান্ডকে চেপে ধরতে বদ্ধপরিকর। তার জন্য সোমবার খেলা শেষ হওয়ার আগে ৩০ মিনিট খুব গুরুত্বপূর্ণ ছিল।
তবে দিনের শেষ লগ্নে ব্যাট করতে নেমে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেই দিনের শেষ আধ ঘণ্টা পার করতে সক্ষম হল। শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডকে আরও ৩৫০ রান করতে হবে। জ্যাক ক্রলি ১২ ও বেন ডাকেট নয় রানে আপাতত ক্রিজে অপরাজিত রয়েছেন।
আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে লিডসে। স্যাঁতস্যাঁতে আবহে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বুম বুম বুমরা (Jasprit Bumrah)। তবে দিনে দশ উইকেট নেওয়াটাও বেশ চ্যালেঞ্জিং হবে। আবার ইংল্যান্ডের পক্ষে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে জেতাও অসম্ভব নয়। ভুলে গেলে চলবে না, বিলেতের মাটিতে ভারত-ইংল্যান্ডের শেষ টেস্টে ইংরেজরা কিন্তু ৩৭৮ রান তাড়া করে জিতেছিল। উপরন্তু, লিডসে ৩৫০ রান একাধিকবার তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে। ৩৭১ রান তাড়া করে ইংল্যান্ড জিতে গেলে সেটা হবে এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ।
India vs England Test Day 5 Live: ম্যাচ সেরা ডাকেট
প্রথম ইনিংসে ৬২ ও দ্বিতীয় ইনিংসে ১৪৯ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হলেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট।
IND vs ENG Test Live Updates: হার দিয়ে সিরিজ় শুরু
যা হওয়ার তাই হল। গোটা দিনে কোনও সময়ই ভারতীয় দল ম্যাচ জিতবে বলে মনে হয়নি, শেষমেশ হলও তাই। প্রথম চার দিনের সিংহভাগ সময় ম্যাচে এগিয়ে থেকেও ৫ উইকেটে হারল ভারত। জো রুট ৫৩ ও জেমি স্মিথ ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।




















