India vs England: আর একটু হলেই পদপিষ্ট হয়ে যেতেন অনেকেই, বারাবাটি স্টেডিয়ামের বাইরে চলল পুলিশের জলকামান
India vs England Cuttack Stampede: কটকে টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে সেখানে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হল টিকিট কাউন্টারের সামনে। যা সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হল স্থানীয় পুলিশকে।

কটক: ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের (India vs England ODI Series) দ্বিতীয় ম্য়াচটি হবে কটকে। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তার জন্য ওয়ান ডে সিরিজে দর্শকদের চাহিদাও বেড়েছে। কটকে টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে সেখানে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হল টিকিট কাউন্টারের সামনে। বারাবাটি স্টেডিয়ামের সামনে যা সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হল স্থানীয় পুলিশকে। সূত্রের খবর, অন্তত ১০ জনকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। আগামীকাল ৬ ফেব্রুয়ারি ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচ নাগপুরে। দ্বিতীয় ম্য়াচটি খেলা হবে আগামী ৯ ফেব্রুয়ারি কটকের বারাবাটি স্টেডিয়ামের সামনে।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে-র জন্য অফলাইন টিকিট বিক্রির শুরু হয়েছিল ভারতীয় সময় সকাল ৯ টা থেকে। দর্শকদের মতে সেখানে ১৪ ঘণ্টার ওপরে দাঁড়িয়ে থাকার পরও টিকিট ঠিকমত পাননি। ওড়িশা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের দিকে আঙুল তুলেছেন সেই ব্যক্তি। নিরাপত্তা ও বন্দোবস্তেও অনেক খামতি ছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামানের বন্দোবস্ত করতে হয়। টিকিট কাটতে আসা একজন বলছেন, ''প্রায় ১৪ ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছি আমরা। কিন্তু এখানে পরিস্থিতি খুব খারাপ সবার। খাওয়ার জল নেই। সবাই অসুস্থ হয়ে পড়ছে গরমে। কমপক্ষে ৪-৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।''
এর আগে রঞ্জি ট্রফিতে দিল্লি বনাম রেলওয়েজ ম্য়াচ দেখতে আসার সময় এমন ঘটনার সম্মুখিন হয়েছিলেন অনেক ক্রিকেট সমর্থক। বিরাট কোহলি রেলওয়েজ ম্য়াচে খেলেছিলেন। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি-রেলওয়েজ ম্য়াচে দেখতে মাঠ ভরিয়েছেন হাজার হাজার দর্শক। কিন্তু মাঠে ঢোকার মুখেই এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হল সেখানকার নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ বাহিনীকে। ২ দিন আগেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট ঢোকার মুখেই তাঁকে দেখতে হুড়োহুড়ি লেগে যায়। অনেকেই দৌড়াদৌড়িতে মাটিতে পড়ে যান। প্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। কয়েক জন আহত হলেও বড় কোনও অঘটন ঘটেনি।
দিল্লি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ''অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ফোন এসেছিল, সেখানে নাকি পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। শুধুমাত্র একটি গেটই দর্শকদের ঢোকার জন্য খুলে রেখেছে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশন। সেই পরিস্থিতি সামাল দিতে পরে তড়িঘড়ি অন্য গেটগুলোও খুলে দেওয়া হয়। পরিস্থিতি অবশ্য দ্রুত সামাল দেওয়া গিয়েছে।'' কোহলির আইপিএল দল আরসিবির সোশ্য়াল মিডিয়াতেও ভিড়ের একটি ক্লিপ পোস্ট করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরের থেকে।




















