Ind vs Eng Test: ব্যাটারদের শাসন, নাকি বোলারদের দাপট? ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পিচ কেমন হবে?
India vs England: ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ২ জুলাই, এজবাস্টনে। এজবাস্টনের পিচ ব্যাটারদের সহায়ক হবে নাকি বোলারদের?

বার্মিংহাম: ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে । ভারতীয় দলের জন্য এই ম্যাচ জেতা খুবই জরুরি । কারণ, সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে ভারত । টিম ইন্ডিয়া সিরিজের প্রথম ম্যাচে হেরেছে । এজবাস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি জিতে সিরিজে ফিরতে চাইবে । দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২ জুলাই থেকে খেলা হবে । এজবাস্টনের পিচে ব্যাট ও বলের মধ্যে কঠিন লড়াই দেখা যেতে পারে ।
এজবাস্টন পিচে ব্যাটার নাকি বোলার, কার হবে দাপট?
ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচটি এজবাস্টনে হবে । এই মাঠে ব্যাটারদের দাপট অনেক বেশি থাকে । এই মাঠে প্রথম দুই থেকে তিন দিন পিচ ব্যাটারর জন্য বেশি সহায়ক প্রমাণিত হয় । যদিও আকাশ মেঘলা থাকলে ফাস্টবোলাররা সামান্য সাহায্য পান । তবে ব্যাটাররা এই পিচে বেশি প্রভাবশালী থাকে ।
এজবাস্টনে পরিসংখ্যানও ব্যাটারদের দিকে
এজবাস্টনের পিচে এখন পর্যন্ত ৬০টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে । এজবাস্টনের পিচে প্রথম ইনিংসের গড় স্কোর ছিল ৩০২ রান । দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং দলেরই দাপট ছিল । দ্বিতীয় ইনিংসেও গড় স্কোর ৩০২ রান । তবে পিচ চতুর্থ ইনিংসে কঠিন হয়ে যায় । শেষ ইনিংসে গড় স্কোর ১৫৭ রান । এই মাঠে প্রথমে ব্যাট করা দল ১৯টি ম্যাচ জিতেছে । অন্য দিকে, ২৩টি ম্যাচে প্রথমে বোলিং করা দল জিতেছে ।
📍 Edgbaston
— BCCI (@BCCI) June 27, 2025
Prep Begins 👌 👌#TeamIndia | #ENGvIND pic.twitter.com/6JJ9gXmlDk
ইংল্যান্ড সিরিজে এগিয়ে
ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হেডিংলেতে খেলা হয়েছিল । এই ম্যাচটি ইংল্যান্ড ৫ উইকেটে জিতেছিল । টিম ইন্ডিয়া প্রথম চার দিনে ম্যাচে অনেক এগিয়ে ছিল । ভারত ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের কঠিন লক্ষ্যও রেখেছিল, কিন্তু টিম ইন্ডিয়া এই পুঁজি রক্ষা করতে ব্যর্থ হয় । ইংল্যান্ড এই ম্যাচ জিতেছে । ইংল্যান্ড এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ।




















