India vs England Test Live: ৯৯ রানেই আটকে রইলেন রুট, লর্ডসে প্রথম দিনশেষে চার উইকেটে ২৫১ রান তুলল ইংল্যান্ড
ENG vs IND 3rd Test: আপাতত দুই টেস্টের পর পাঁচ ম্য়াচের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় ১-১ সমতায় দাঁড়িয়ে।
LIVE

Background
লন্ডন: হেডিংলেতে একাধিকবার ম্যাচে বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়ে, সিংহভাগ সময়ই এগিয়ে থেকেও পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় টেস্টে এজবাস্টনে আবার অনেকে মনে করেছিলেন তারকা বোলার যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের ক্ষেত্রে ড্র করাটাই বড় ইতিবাচক ফলাফল হতে চলেছে। তবে সকলকে চমকে দিয়ে আকাশ দীপ ও মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ে এবং শুভমন গিলের স্বপ্নের ব্যাটিংয়ে ভারতীয় দল ম্যাচ জিতে নেয়।
তাই এই সিরিজ় দুই ম্যাচে এটুকু অন্তত প্রমাণ করে দিয়েছে, যে আগেভাগে কোনও ভবিষ্যদ্বাণী থেকে বিরত থাকাই ভাল। সমতায় দাঁড়িয়ে থেকে সিরিজ় বর্তমানে দারুণ এক জায়গায়। এমন পরিস্থিতিতে লর্ডসে নামছে ভারত ও ইংল্যান্ড (England vs India Test) দুই দল। দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ের আগে পিচ থেকে টিম ইন্ডিয়ার একাদশ, না না বিষয়েই জল্পনা অব্যাহত। কেবল টিম ইন্ডিয়ার একাদশ নিয়েই জল্পনা, কারণ ইংল্যান্ড ইতিমধ্যেই ১১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে।
ইংরেজদের টেস্ট একাদশে চার বছর পর ফিরেছেন জোফ্রা আর্চার। শোনা যাচ্ছিল পাটা এজবাস্টনের পিচে ৩৩৬ রানের সুবিশাল ব্যবধানে পরাজয়ের পর এই ম্য়াচের জন্য প্রাণবন্ত পিচেরই আবদার করেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। আর্চারের দলে কামব্যাকও সেই দিকেই ঈশারা করছে। তবে শুধু আর্চার নন, এই ম্যাচে ভারতীয় দলও এক তারকা সম্ভবত ফিরবেন। দুই সপ্তাহের বিশ্রামের পর লর্ডসে যশপ্রীত বুমরাকে দেখা যাবে, এমনটাই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। লর্ডসে জল্পনা মাফিক যদি পিচে ফাস্ট বোলারদের মদত থাকে, তাহলে তো কথাই নেই, এমনিও মাঠের ঢালকে কাজে লাগিয়ে ফাস্ট বোলাররা কেমন বল করেন, সেই দিকে নজর থাকবে।
নজর থাকবে ভারতীয় অধিনায়কের দিকেও। এজবাস্টনে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ১৫০-র অধিক রান, ব্যাটিং সহায়ক পরিবেশের সম্পূর্ণ লাভ তুলেছেন অধিনায়ক থুরি, ব্যাটার শুভমন গিল। অল্পের জন্য এক টেস্টে সর্বাধিক রান করার রেকর্ড হাতছাড়া হয়েছে। তবে চার ইনিংসে তিনটি সেঞ্চুরি হাঁকানো শুভমন যে স্বপ্নের ফর্মে রয়েছেন, তা বলাই বাহুল্য। তিনি সেই ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেইদিকে নজর থাকবে।
মাসখানেক আগেই এই লর্ডসের মাঠে এক স্মরণীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সাক্ষী থেকেছিল ক্রিকেটবিশ্ব। সেই ম্যাচের মতোই যদি আসন্ন টেস্ট ম্য়াচও হয়, তাহলে ক্রিকেটপ্রেমীরা কিন্তু এক দুরন্ত লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন। দুই দলের কেউই পিছপা হতে রাজি নয়, তাই 'হোম অফ ক্রিকেটে' টক্করটা কাঁটায় কাঁটায় হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
IND vs ENG 3rd test Live: প্রথম দিনের খেলা শেষ
চার উইকেটের বিনিময়ে ২৫১ রানে প্রথম দিনের খেলা শেষ করল ইংল্যান্ড। দিনের শেষ সেশনে ৯৮ রান উঠল। রুট ৯৯ রানেই ক্রিজে রয়ে গেলেন। অপরাজিত স্টোকসের সংগ্রহ ৩৯।
IND vs ENG LIVE Updates: ২৫০
চার উইকেট হরিয়েই দিনের শেষ ওভারে ২৫০ রানের গণ্ডি পার করল ইংল্যান্ড।




















