India vs England Test Live: বৃষ্টিবিঘ্নিত দিনে ওভালের কঠিন পিচে নায়ারের অর্ধশতরান, সুদর্শনের লড়াইয়ে ২০৪ রান তুলল ভারত
IND vs ENG Test Live Updates: নাগড়ে ১৫তম ম্যাচে টস হারল ভারতীয় দল। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের।
LIVE

Background
ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে কি তাল কাটতে চলেছে বৃষ্টি? আজ থেকে শুরু হওয়ার কথা সিরিজের পঞ্চম টেস্ট। Accuweather-র রিপোর্ট অনুযায়ী প্রায় ৮৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার লন্ডনে ঝড়-বৃষ্টির পূর্ভাবাসও রয়েছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, বিকেল ৩-৫ পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যা খবর, তাতে টসের নির্ধারিত সময় পিছিয়ে যেতে পারে বৃষ্টির জন্য।
টস দুটো দলের অধিনায়কের কাছেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনও পর্যন্ত চারটি টেস্টেই টস হেরেছেন শুভমন গিল। এই পরিস্থিতিতে ওভালে বৃষ্টি হলে নিঃসন্দেহে টস জিতবেন যে অধিনায়ক, তিনি ফিল্ডিং নেওয়ার কথাই ভাববেন।
কাঁধের চোটের জন্য ওভাল টেস্টে খেলতে পারবেন না বেন স্টোকস। এছাড়া জোফ্রা আর্চার, ব্রেন্ডন কায়ার্সকে পাওয়া যাবে না ওভালে। এমনকী আগের ম্য়াচে স্পিনার অলরাউন্ডার লিয়াম ডওসনকেও এই ম্য়াচে খেলত দেখা যাবে না। অর্থাৎ স্টোকস সহ তিনটি নতুন মুখ আসতে চলেছে ওভালে ইংল্য়ান্ড একাদশে। চলতি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের মালিক স্টোকসই। এখনও পর্য়ন্ত চারটি টেস্টে মোট ১৭ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। ৩০৪ রান ব্যাট হাতে করেছেন। তৃতীয় ও চতুর্থ টেস্টে অলরাউন্ড পারফরম্য়ান্সের সুবাদে ম্য়ান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন।
ম্য়াঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরিও এসেছিল স্টোকসের ব্যাট থেকে। চতুর্থ টেস্টে স্টোকসকে প্রচুর ওভার বল করতে হয়েছে। ভারতীয় ব্যাটাররা ১৪৩ ওভার ব্য়াট করেছিলেন। দুটো ইনংস মিলিয়ে মোট ৩৫ ওভার বল করেন স্টোকস। তাই বাড়তি চাপ নেওয়া শরীরের ঝুঁকি বাড়িয়েছে। ইংল্যান্ড শিবিরে ঢুকেছেন জেকব বেথেল, গাস অ্য়াটকিনসন ও জেমি ওভার্টন ও জশ টাং।
অন্যদিকে ভারতীয় শিবিরে বুমরাকে ছাড়াই হয়ত আজ নামছে টিম ইন্ডিয়া। বুমরার ওয়ার্কলোড একটা বড় ইস্যু ভারতীয় দলের জন্য। এই সিরিজ শুরুর আগেই বুমরাকে যে সব ম্য়াচ খেলানো হবে না, তার আভাস দিয়েছিলেন কোচ ও অধিনায়ক। ওল্ড ট্র্যাফোর্ডেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কারণ লর্ডসেই খেলেছিলেন বুমরা। তবে ম্য়াঞ্চেস্টারে খেললেও একেবারেই ছন্দে মনে হয়নি ডানহাতি পেসারকে। এবার তাই সিরিজের শেষ ম্য়াচে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্য়ানেজমেন্ট। ম্য়াঞ্চেস্টারে ৩৩ ওভার বল করে ১১২ রান খরচ করে মাত্র ২ উইকেটই তুলতে পেরেছিলেন বুমরা। ওভাল টেস্টে আরও তিনটি বদলি হতে পারে ভারতীয় একাদশে। পন্থের পরিবর্তে ধ্রুব জুড়েলের শেষ টেস্টে খেলা নিশ্চিত। অন্য়দিকে শার্দুল ঠাকুরকে বসতে হতে পারে। ওল্ড ট্র্যাফোর্ডে একেবারেই বল হাতে কোনও ছাপ ফেলতে পারেননি। ১১ ওভার বল করে ৫৫ রান খরচ করেছেন। কিন্তু উইকেট তুলতে পারেননি তিনি। তাই কুলদীপ যাদব হয়ত শার্দুলের পরিবর্তে একাদশে ঢুকছেন। সুযোগ পেলেই ভারতীয় চায়নাম্য়ান এর আগেও উইকেট তুলেছেন। এই সিরিজে এখনও পর্য়ন্ত তাঁকে খেলানো হয়নি। ওভালে একাদশে প্রথমবার সুযোগ মিলতে পারে কুলদীপের।
IND vs ENG 5th Test Live: প্রথম দিনের খেলাশেষ
ছয় উইকেটের বিনিময়ে ২০৪ রানে প্রথম দিনের খেলা শেষ করল ভারতীয় দল। করুণ নায়ার ৫২ ও সুন্দর ১৯ রানে অপরাজিত রয়েছেন।
India vs England Test Day 1 Live: নায়ারের অর্ধশতরান
সিরিজ়ের প্রথম অর্ধশতরান হাঁকালেন করুণ নায়ার। ছয় উইকেট হারিয়ে দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল ভারতীয় দল।




















