IND vs ENG: তরুণ পেসারের চোট আশঙ্কা! হেডিংলে টেস্টের আগে চাপ বাড়ল ইংল্যান্ডের
IND vs ENG Test Series: হেডিংলে টেস্টের জন্য ইংল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছি। বেন স্টোকসের নেতৃত্বাধীন দল ফিরেছেন অভিজ্ঞ ক্রিস ওকস।

হেডিংলে: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ক্রমাগত চোটের কবলে ইংল্যান্ড শিবির। আগেই চোটের জন্য ২ তারকা পেসার জোফ্রা আর্চার ও গাস অ্য়াটকিনসন ছিটকে গিয়েছেন। এবার আরো এক তরুণ পেসারকে হয়ত হেডিংলে টেস্টে পাওয়া যাবে না। যার ফলে গিল বাহিনীর বিরুদ্ধে নামার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে ইংল্যান্ডের পেস অ্য়াটাক।
প্রথম টেস্টের জন্য ইংল্য়ান্ড স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ পসার জস টাং। কিন্তু ভারতীয় এ দলের বিরুদ্ধে খেলার সময় জস নাকি চোট পেয়েছেন। ইংল্যান্ড লায়ন্সের জার্সিতে খেলতে নেমেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া খবর অনুযায়ী, ভারতীয় এ দলের দ্বিতীয় ইনিংসের সময় মাত্র ৪ ওভার বল করেছেন টাং। এমনকী ফিল্ডিংয়ের সময় মাঠ ছাড়ার সময় কিছুটা অস্বস্তিতে মনে হচ্ছিল তাঁকে। ম্য়াচের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন টাং।
২৩ বছরের এই পেসার ২০২৩ সালে ইংল্যান্ডের জার্সিতে টেস্টে অভিষেক করেন। এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন তিনি। হেডিংলে টেস্ট শুরু হতে চলেছে আগামী ২০ জুন থেকে। তার আগে জস সুস্থ না হয়ে উঠলে নিঃসন্দেহে চাপ বাড়বে ইংল্যান্ডের ওপর।
হেডিংলে টেস্টের জন্য ইংল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছি। বেন স্টোকসের নেতৃত্বাধীন দল ফিরেছেন অভিজ্ঞ ক্রিস ওকস। সারের অলরাউন্ডার জেমি ওভার্টনও ফিরেছেন টেস্ট স্কোয়াডে। ২০২২ সালে জুন মাসে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট ম্য়াচের পর আর কখনও টেস্ট ম্য়াচ খেলতে দেখা যায়নি ওভার্টনকে। এই মুহূর্তে যদিও মেডিক্যাল দলের কড়া তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গত সপ্তাহে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচ খলার সময় ডান আঙুলে চোট পেয়েছিলেন ওভার্টন।
আসন্ন সিরিজের জন্য ডারহামের পেসার ব্রেন্ডন কেয়ার্স, ওয়ারউইকশায়ার্সের জেকব ব্রেথেল ও ক্রিস ওকসকে দলে নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ফের একবার ওকসকে দলে নেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে।
এক নজরে ইংল্য়ান্ড স্কোয়াড: বেন স্টোকস, শোয়েব বসির, জো রুট, জেকস ব্রথেল, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, ওলি পোপ, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস, স্য়াম কুক
রোহিত শর্মা সরে দাঁড়ানোর পর অন্য়দিকে শুভমন গিলকে টেস্ট ফর্ম্য়াটে ভারতের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। দলে ফিরেছেন করুণ নায়ার। অর্শদীপ সিংহকেও ইংল্যান্ড সফরে দলে নেওয়া হয়েছে টেস্টের জন্য। এছাড়া নতুন মুখ সাই সুদর্শন।




















