Karun Nair: বুঝিয়ে দিলেন তিনি কেন যোগ্য, ইংল্যান্ডে দ্বিশতরান হাঁকিয়ে সফর শুরু করলেন করুণ নায়ার
INDA vs England Lions: ২০১৭ সালে ধর্মশালায় শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগের বছর ইংল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন।

ক্যান্টারবেরি: বর্ডার গাওস্কর ট্রফির সময় যখন ভারতীয় দল ঘোষণা হয়েছিল, তখন তাঁর নাম আলোচিত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্কোয়াডে জায়গা পাননি। নিজের সােশ্য়াল মিডিয়ায় বোর্ডের নজরে এসে ক্রিকেটের কাছে একটি সুযোগ চেয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্সের সুবাদে শেষ পর্যন্ত বিরাট ও রোহিত সরে যাওয়ায় সুযোগ চলে আসে। আর সুযোগের সদ্বব্যবহার বোধহয় একেই বলে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিশিয়ালি টেস্টে দ্বিশতরানের ইনিংস খেলে নিজের ইংল্য়ান্ড সফর শুরু করলেন করুণ নায়ার। প্রথম দিন শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় দিনে যখন আউট হলেন তখন তাঁর স্কোর ২৮১ বলে ২০৪ রান।
২০১৭ সালে ধর্মশালায় শেষবার জাতী দলের জার্সিতে টেস্ট খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগের বছর ইংল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন। বীরেন্দ্র সহবাগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন করুণ নায়ার। এরপর থেকেই বারবার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্স করেও জাতীয় দলে সুযোগ আসছিল না। এবারের ইংল্যান্ড সিরিজেও বিরাট ও রোহিত থাকলে আদৌ সুযোগ আসত কি না সন্দেহ। তবে শেষ মুহূর্তে ২ অভিজ্ঞ তারকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শিকে ছিড়ে যায় করুণের। আর ১৮ সদস্যের দলে ঢুকে পড়েছেন তিনি।
ইংল্যান্ড লায়ন্সে বিরুদ্ধে একবার জীবনদান পেয়েছিলেন। কিন্তু এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি করুণকে। নিজের ইনিংসে ২৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান করুণ। ম্য়াচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে ভারত। ওপেনিংয়ে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও অভিমন্যু ঈশ্বরণ। দুজনেই ব্যর্থ হন। এবারও ১৮ সদস্যের দলে সুযোগ পেলেও আনঅফিশিয়াল টেস্টে মাত্র ৮ রান করে ফেরেন বাংলার হয়ে ধারাবাহিক ভাল পারফর্ম করা অভিমন্যু। সরফরাজ ও ধ্রুব জুড়েল এদিন অল্পের জন্য শতরান মিস করেন। নার্ভাস নাইন্টিতে ফিরতে হয় তাঁদের ২ জনকেই। সরফরাজ ৯২ ও ধ্রুব ৯৪ রান করে প্যাভিলিয়ন ফেরেন। নীতীশ কুমার রেড্ডি ৭ রান করে আউট হন। শার্দুল ঠাকুর ২৭ রান করেন।
করুণের দ্বিশতরান হাঁকানোর পর তাঁর হেডিংলে টেস্টে প্রথম একাদশে সুযোগ পাওয়া হয়ত নিশ্চিত। শুধু কত নম্বর পজিশনে তিনি ব্যাটিং করতে নামবেন, তা নিয়ে মূল লড়াই হতে পারে।
আরও পড়ুন: ৯ বছর পর আইপিএলের ফাইনালে আরসিবি, 'বন্ধু' বিরাটদের জন্য কী বার্তা পাঠালেন এবিডি?




















