IND vs ENG 1st Test Live: জাডেজাদের ঘূর্ণির পর যশস্বীর দাপট, প্রথম দিনশেষে ১২৭ রানে পিছিয়ে ভারত
IND vs ENG 1st Test Live Updates: প্রথম দুই ম্যাচে বিশ্রাম নিয়েছেন ভারতের মহাতারকা বিরাট কোহলি। জেমস অ্যান্ডারসনকে প্রথম একাদশে রাখেনি ইংল্যান্ড।
LIVE
Background
হায়দরাবাদ: প্রায় এক যুগ কেটে গিয়েছে। দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত (Team India)। ঘরের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।
দেশের মাটিতে ভারত শেষ টেস্ট সিরিজ হেরেছিল ১২ বছর আগে। ২০১২ সালে। সেবার ভারতকে তাদের মাটিতেই হারিয়ে গিয়েছিল ইংল্যান্ড (IND vs ENG)। গ্রেম সোয়ান ও মন্টি পানেসরের জোড়া স্পিন ফলায় বিদ্ধ হয়েছিল ভারত। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে হায়দরাবাদে, বৃহস্পতিবার থেকে।
টেস্ট সিরিজে ভারতীয় স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তামিলনাড়ুর অফস্পিনার আর অশ্বিন (R Ashwin)। যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন একাধিক মাইলফলকের সামনে। আর ১০ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট হয়ে যাবে অফস্পিনার অশ্বিনের। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়বেন তিনি।
ইংল্যান্ডের টেস্ট দলের মাত্র দুই ক্রিকেটার এর আগে ভারতের মাটিতে টেস্ট খেলেছেন। জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ। বিপক্ষ শিবিরের এই অনভিজ্ঞতা কি সুবিধা দেবে ভারতকে? রোহিতের গলায় অবশ্য সতর্কতা। বলছেন, 'মার্ক উডও রয়েছে। টেস্ট না খেললেও ভারতে প্রচুর ক্রিকেট খেলেছে। আইপিএলে খেলেছে, ওয়ান ডে খেলেছে। তবে অন্যরাও রয়েছে। স্পিনাররা আছে। ওদের বোলিংকে উপেক্ষা করা যায় না। ওদের বোলিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের এবং আমাদের বোলিংয়ের সঙ্গে ওদের ব্যাটিংয়ের ভাল লড়াই হবে।'
IND vs ENG Live Score: প্রথম দিনের খেলা শেষ
প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ১১৯/১। ভারত আপাতত ১২৭ রানে পিছিয়ে রয়েছে। দিনশেষে যশস্বী ৭৬ ও গিল ১৪ রানে অপরাজিত রয়েছেন।
IND vs ENG LIVE: ৮০ রানের পার্টনারশিপ ভাঙল
৮০ রানে ভারতের ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন জ্যাক লিচ। ২৪ রানে আউট হলেন রোহিত। তবে আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ইতিমধ্যেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলছেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৮৪/১। যশস্বী বর্তমানে ৫১ বলে ৫৪ রানে ব্যাট করছেন।
IND vs ENG Live Score: ৪৭ বলে হাফসেঞ্চুরি জয়সওয়ালের
বাজবল থিওরি যেন ইংল্যান্ডের ওপর পাল্টা প্রয়োগ করলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। মাত্র ১২ ওভারে ৮০ রান তুলে ফেলল ভারত। ওভার প্রতি সাত ছুঁই ছুঁই রান তুলল। ৪৭ বলে হাফসেঞ্চুরি জয়সওয়ালের।
IND vs ENG 1st Test Updates: ভাল শুরু
ইনিংসের শুরুটা বেশ ভালই করেছেন যশস্বী জয়সওয়াল। টম হার্টলিকে দুইটি ছক্কা হাঁকালেন তিনি। দুই ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯।
IND vs ENG LIVE: ২৪৬ রানে অল আউট ইংল্যান্ড
৭০ রানে শেষ হল বেন স্টোকসের লড়াকু ইনিংস। ২৫০ রানের গণ্ডি পার করতে পারল না ইংল্যান্ড। ২৪৬ রানেই অল আউট হল ইংল্যান্ড।