Mohammed Siraj: ধাক্কাধাক্কিতে শুধু সিরাজের জরিমানা কেন? ভারতীয় পেসারের জরিমানাকে 'হাস্যকর' বললেন ব্রড
India vs England: ডাকেটকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করলেন সিরাজ । যে কারণে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছে ।

লর্ডস: ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) তৃতীয় টেস্ট ম্যাচ রুদ্ধশ্বাস লড়াই চলছে দুই দলের । ক্রিকেটের মক্কা হিসাবে পরিচিত লর্ডসে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বেশ কিছু উত্তেজক মুহূর্তও তৈরি হল । যেমন, রবিবার, ম্যাচের চতুর্থ দিন বেন ডাকেট বনাম মহম্মদ সিরাজ দ্বৈরথ ।
ডাকেটকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করলেন সিরাজ । যে কারণে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছে । অভিযোগ, ডাকেট আউট হওয়ার পর তাঁর কাঁধে ধাক্কা মারেন সিরাজ । যদিও ভিডিও রিপ্লেতে দেখে অনেকেই সিরাজের দোষ মানতে নারাজ । অনেকেরই মনে হয়েছে, সিরাজ ধাক্কা দিয়ে থাকলে ডাকেটও কম যাননি । তিনিও ভারতীয় পেসারের দিকে এগিয়ে গিয়ে কাঁধে ধাক্কা মারেন । বলা হচ্ছে, সিরাজের জরিমানা হলে ডাকেট ছাড় পাবেন কেন?
লর্ডস টেস্টের চতুর্থ দিন একটি বড় বিতর্কের সাক্ষী থাকল । দিনের শুরুর দিকেই মহম্মদ সিরাজ ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে মাত্র ১২ রানে আউট করেন । সিরাজ উচ্ছ্বসিত হয়ে ডাকেটের উইকেট উদযাপন করেন, সেই সময় দুজনের কাঁধের ধাক্কা লাগে । এই শারীরিক সংঘর্ষের জন্য সিরাজের ম্যাচ ফি-এর ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে । এই জরিমানার ওপর ইংল্যান্ডের তারকা খেলোয়াড় স্টুয়ার্ট ব্রড আপত্তি জানিয়েছেন । যদিও সাজা সিরাজকে দেওয়া হয়েছে, তবে ভাইরাল হওয়া ভিডিও অন্য কিছু দেখাচ্ছে ।
এটি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভার ছিল । এই ওভারের পঞ্চম বলে যশপ্রীত বুমরা বেন ডাকেটের ক্যাচ ধরেন । ভিডিওতে দেখা যাচ্ছে, সিরাজের উদযাপন বেশ আগ্রাসী ছিল, তবে প্রশ্ন হল, তিনি কি ইচ্ছাকৃতভাবে বেন ডাকেটকে ধাক্কা মেরেছিলেন? রিপ্লেতে দেখা যায়, সিরাজ সোজা লাইনে এগিয়ে আসছিলেন, কিন্তু বেন ডাকেট বাঁ দিকে সরছিলেন । এই সংঘর্ষের কারণ ছিল ডাকেটের বাঁ দিকে সরে যাওয়াও ।
Mohammed Siraj Roars At Ben Duckett’s Face, Brushes Shoulder After Dismissal.
— Time Digital (@TimeDigitalOff) July 13, 2025
Huge send-off 🏏#Siraj #BenDuckett #ENGvsIND #LordsTest #TimeDigital pic.twitter.com/Es2OW2021b
ইংল্যান্ডের তারকা স্টুয়ার্ট ব্রড সিরাজের ওপর জরিমানাকে "বাজে ব্যাপার" বলে অভিহিত করে বলেন যে, সিরাজের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হাস্যকর । তিনি বলেন, খেলোয়াড়রা কোনও রোবট নন এবং তাঁদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয় ।




















