India vs England: লিডসে ভারতের দাপট অব্যাহত, গিল, জয়সওয়ালের পর ঐতিহাসিক শতরান হাঁকালেন পন্থ
Rishabh Pant: ১৪৬ বলে নিজের কেরিয়ারের সপ্তম টেস্ট শতরান পূরণ করলেন ঋষভ পন্থ।

লিডস: আইপিএলে সর্বকালের রেকর্ড দামে বিক্রি হওয়ার পর টুর্নামেন্টজুড়ে তাঁর ব্যাট শান্তই ছিল। বারংবার সমালোচনার মুখে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্য়াচে শতরান হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ইংল্যান্ড মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের (ENG vs IND) আগেই ভারতীয় দলের সহ-অধিনায়ক নিযুক্ত হওয়ায় পন্থের ওপর বাড়তি দায়িত্বও ছিল বটে। মহাগুরুত্বপূর্ণ এই সিরিজ়ের শুরুটা পন্থ ব্যাট হাতে দারুণভাবেই করলেন। লিডসে ভারতের তারকা কিপার ব্যাটার হাঁকালেন শতরান।
বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের মাটিতে ঋষভ পন্থের রেকর্ড বরাবরই বেশ ভাল। এই সফরের আগেই বিলেতের মাটিতে দুইটি শতরান হাঁকিয়েছেন তিনি। এটি ইংল্যান্ডের মাটিতে পন্থের তৃতীয় শতরান। এই শতরানের সুবাদেই তিনি সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন। পন্থের কেরিয়ারের এটি সপ্তম টেস্ট শতরান। ভারতীয় কিপার-ব্য়াটার হিসাবে এটি সর্বকালের সর্বোচ্চ। তাঁর আদর্শ মহেন্দ্র সিংহ ধোনিকে টেস্ট শতরানের নিরিখে পিছনে ফেললেন পন্থ।
ধোনি ৯০টি টেস্ট ম্য়াচ খেলে ছয়টি টেস্ট শতরান করেছেন। পন্থ তাঁর অর্ধেকেরও কম ম্যাচ খেলেছেন। এটি তাঁর কেরিয়ারের ৪৪তম টেস্ট ম্যাচ ছিল। এই ম্যাচেই কেরিয়ারের সপ্তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেললেন ভারতের তারকা কিপার-ব্যাটার। বাঁ হাতি তারকার ইনিংস সাজানো ছিল দশটি চার ও চারটি ছক্কায়। নিজের ট্রেডমার্ক স্টাইলে শোয়েব বশিরের বলে এক হাতে ছক্কা হাঁকিয়েই শতরান পূরণ করেন তিনি। ১৪৬ বলে এল তাঁর সেঞ্চুরি।




















