India vs England: ইংল্যান্ড সিরিজ়ের আগে রোহিত, বিরাট উভয়ের সঙ্গেই কথা বলেন শুভমন, তাঁকে কী পরামর্শ দেন তারকাদ্বয়?
Shubman Gill: ভারতীয় দলের তুলনামূলক অনিভিজ্ঞ ব্যাটিং লাইন আপের দিকে সকলের নজর থাকলেও, গিল জানিয়ে দেন টেস্ট জিততে সবথেকে গুরুত্বপূর্ণ ২০টি উইকেট নেওয়া।

লিডস: নতুন সিরিজ়, নতুন অধিনায়ক, নতুন টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ শুরু হচ্ছে ভারতের পাঁচ ম্যাচের (India vs England) টেস্ট সিরিজ়। বিদেশের মাটিতে নতুন অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে মাঠে নামবেন শুভমন গিল। এইটা যদি চ্যালেঞ্জ হিসাবে যথেষ্ট না হয়, তাহলে রয়েছে আরও চ্যালেঞ্জ। হেডিংলেতেই প্রথমবার এক দশকেরও বেশি সময় পরে রোহিত শর্মা বা বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলতে নামবে। এই চ্যালেঞ্জ সামলানোর প্রস্তুতি সারার সময় রোহিত ও বিরাট, দুই প্রাক্তন অধিনায়কের সঙ্গে তিনি কথা বলেন জানান শুভমন গিল (Shubman Gill)।
ম্যাচের আগেরদিন গিলকে সাংবাদিক সম্মেলনে বলতে শোনা যায়, 'আমার দুইজনের সঙ্গেই আইপিএল চলাকালীন সাক্ষাৎ হয় এবং দুইজনেই আমায় এই সফরে ইংল্যান্ডে কী কী চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হতে পারে, সেই বিষয়ে অবগত করেন। তবে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়টাতেও আমাদের খুব বেশি প্রধান ক্রিকেটার তো ছিলেন না। ওই সিরিজ়ে আমরা যেমনভাবে খেলেছিলাম, এই সিরিজ়েও তেমনই খেলার পরিকল্পনায় রয়েছি। সিরিজ়ের ফলাফল নিঃসন্দেহে ৪-১ ছিল, তবে তাতে একেবারেই ইংল্যান্ডের দক্ষতা এবং আমাদের কতটা লড়াই করে জিততে হয়, সেটা বোঝা যায় না। আমদের এখানেও এমন খেলাটা গুরুত্বপূর্ণ হবে।'
সিরিজ়ে তুলনামূলক অনিভিজ্ঞ ভারতীয় ব্যাটিং লাইন আপের দিকে সকলের নজর থাকবে। তবে ম্যাচের আগে গিল কিন্তু স্পষ্ট করে দিলেন টেস্ট ম্য়াচ জিততে রান নয়, সবথেকে গুরুত্বপূর্ণ ২০ উইকেট নেওয়া। ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন বলেন, '২০ উইকেট তুলতে না পারলে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। সে যতই রান করি না কেন। সেটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। তাই এমন আশা করাই যায় যে, আমরা কয়েকজন বিশেষজ্ঞ ব্যাটার খেলালাম। একজন বোলিং অলরাউন্ডার এবং তিন-চারজন প্রথম সারির ফাস্টবোলার বা বিশেষজ্ঞ বোলার।'
অধিনায়কের দায়িত্ব কি শুভমনের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে? শুভমন নিজে সতর্ক। পরিণত গলায় বলেছেন, 'সত্যি কথা বলতে কী, আমি যখন ব্যাটিং করতে যাব, শুধু ব্যাটার হিসাবেই যাব। ভুলে যেতে চাই যে, আমি দলের অধিনায়ক। তাতে বাড়তি চাপ পড়ে। ক্রিজে যখনই যাব, শুধু ব্যাটার হিসাবেই খেলব। প্রতিপক্ষকে শাসন করতে চাইব। সিরিজের সেরা ব্যাটার হতে চাইব। সেই লক্ষ্যই থাকছে।' যোগ করেছেন, 'আমি খেলার সময় সব সময়ই মনে করি, প্রতিপক্ষরা আমাকে চ্যালেঞ্জ জানাবে। সব প্লেয়ারদেরই জানাবে। তাই কোনও তফাত হবে না।'




















