India vs England LIVE: স্পিন ফাঁদেই কুপোকাত ইংল্যান্ড, অক্ষর, কুলদীপের দাপটে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
IND vs ENG Live: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পোঁছে গেল ভারত। শনিবার ট্রফির লড়াইয়ে বার্বাডোজ়ে রোহিতদের সামনে দক্ষিণ আফ্রিকা।
LIVE
Background
গায়ানা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে ২ বছর আগের সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধও নিল টিম ইন্ডিয়া। অপরাজেয় থেকে পৌঁছে গেল ফাইনালে।
আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। প্রথম ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে একেপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেমিফাইনালে যে কড়া টক্কর হতে চলেছে, তা নিশ্চিত। দুটো দলই ফর্মে রয়েছে চলতি টুর্নামেন্টে। একদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ তো অন্যদিক জোফ্রা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডনরা রয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপও কিন্তু একেবারেই হেলাফেলা করার মত নয়। বাটলার ও সল্ট ফর্মে আছেন। সঙ্গে ছন্দে ফিরছেন বেয়ারস্টো, লিভিংস্টােনরাও। তাঁরা নিজেদের দিনে যে কোনও বোলিং আক্রমণের সামনে আতঙ্ক।
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মহারণ। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড (IND vs ENG)। যদিও সেই ম্যাচে রয়েছে বৃষ্টির আশঙ্কা। এমনকী, বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রাখছে আইসিসি-র (ICC) একটি নিয়মও। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও বাড়তি সময় রাখা হয়েছে। ম্যাচ শেষ করার জন্য নির্ধারিত সময়ের বাইরে সর্বোচ্চ আরও ৮ ঘণ্টা সময় পাবেন আম্পায়ার, ম্যাচ রেফারি।
তবে গায়ানায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কারণে যদি ম্যাচ ভেস্তে যায়? কারা উঠবে ফাইনালে? কপাল পুড়বে কোন দলের, কী বলছে নিয়ম?
আইসিসি পরিচালিত টি-২০ বিশ্বকাপের নিয়ম জানলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফুটবে। কারণ, নিয়ম বলছে, সুপার এইটে যে দলের ঝুলিতে বেশি পয়েন্ট ছিল, সেই দলই যাবে ফাইনালে।
টি-২০ বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত। একমাত্র দল হিসাবে সব ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। গ্রুপ পর্বে শুধু কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সুপার এইটে তিন ম্যাচই জিতেছে ভারত। আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া - তিন দলকেই হারিয়েছে ভারত। ৩ ম্যাচের শেষে ৬ পয়েন্ট পেয়ে সুপার এইট পর্বেও শীর্ষে ছিলেন রোহিত, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যরা।
বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ যারা, সেই ইংল্যান্ড অবশ্য সুপার এইট পর্বে গ্রুপে দুই নম্বরে ছিল। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়কে হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিলেন জস বাটলাররা। সুপার এইট পর্বে ৩ ম্যাচের শেষে ইংল্যান্ডের পয়েন্ট ছিল ৪। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।
T20 World Cup Live: ফাইনালে ভারত
লড়াই করছিলেন জোফা আর্চার। তবে তিনিও বেশিক্ষণ লড়তে পারলেন না। বুমরার ফুলটস বল মিস করে ২১ রানে এলবিডব্লু আউট হলেন আর্চার। ১০৩ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ৬৮ রানে জিতে ফাইনালে ভারত।
ENG vs IND T20 WC Live: চার বলে দুই রান আউট
চার বলের ব্যবধানে দুই রান আউট। আর তাতেই ভারতের জয় কার্যত নিশ্চিত। আর্চারের সঙ্গে বোঝাপড়ার ভুলে ১১ রানে সাজঘরে ফিরতে হল লিভিংস্টোনকে। সূর্যকুমারের ব্যাক হ্যান্ড ফ্লিকে ডিরেক্ট হিটে রান আউট হয়ে দুই রানে ফিরলেন আদিল রশিদ। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০০/৯।
T20 World Cup Live: ১৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৩/৭
কুলদীপের বলে বোল্ড ক্রিস জর্ডান। ১৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৩/৭।
ENG vs IND T20 WC Live: জোড়া ধাক্কা কুলদীপের
কুলদীপের বলে মাত্র ২ রানে এলবিডব্লিউ স্যাম কারান। হ্যারি ব্রুককে (২৫ রান) বোল্ড করে দিলেন কুলদীপ। ১১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৮/৬।
T20 World Cup Live: ৮ রানে স্টাম্পড মঈন আলি
অক্ষর পটেলের বলে ৮ রানে স্টাম্পড মঈন আলি। ৮ ওভারের শেষে ইংল্য়ান্ডের স্কোর ৪৯/৪।