India vs England Test: রাহুল-পন্থের সেঞ্চুরির পরেও ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে অল আউট ভারত, কত রানের লক্ষ্য ইংল্যান্ডের?
India vs England 1st Test: হেডিংলে টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের ত্রয়ী - যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থ। সেখান থেকে ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৭১ রানে অল আউট হয়ে যায় ভারত।

লিডস: এ যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি।
হেডিংলে টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের ত্রয়ী - যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থ। একটা সময় মনে হচ্ছিল, পাঁচশো পেরিয়ে যাবে ভারতের স্কোর। সেখান থেকে ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৭১ রানে অল আউট হয়ে যায় ভারত ( India vs England)।
দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি হল ভারতের ইনিংসে। প্রথমে কে এল রাহুল। তারপর ঋষভ পন্থ। দুই ইনিংসে ভর করে বড় স্কোরের দিকেই এগোচ্ছিল ভারত। কিন্তু মাত্র ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বসল ভারত। ৩৬৪ রানে অল আউট হয়ে গেলেন শুভমন গিলরা। সব মিলিয়ে ৩৭০ রানের লিড নিল ভারত। ম্যাচ জিততে ৩৭১ রান তুলতে হবে ইংল্যান্ডকে। হাতে রয়েছে ৯৬ ওভার। যে লক্ষ্য পূরণ করার জন্য ঝাঁপাতে পারে ইংল্যান্ড। ভারতও চাইবে দ্রুত উইকেট তুলে ইংল্যান্ডকে চেপে ধরতে। তার জন্য সোমবার খেলা শেষ হওয়ার আগে ৩০ মিনিট খুব গুরুত্বপূর্ণ। দিনের শেষ লগ্নে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড।
Innings Break!
— BCCI (@BCCI) June 23, 2025
Centuries from KL Rahul and vice-captain Rishabh Pant power #TeamIndia to 364 in the 2nd innings 👏👏
Target for England - 3⃣7⃣1⃣
Over to our bowlers 🙌
Scorecard ▶️ https://t.co/CuzAEnBkyu#ENGvIND pic.twitter.com/oPPeyNfbj3
শুরুতেই উইকেট তোলার জন্য ফের যশপ্রীত বুমরার দিকেই তাকিয়ে থাকবে ভারত। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে লিডসে। স্যাঁতস্যাঁতে আবহে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বুম বুম।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত ১৩ বার এমন ঘটনা ঘটেছে, যেখানে চতুর্থ ইনিংসে সাড়ে তিনশোর বেশি রান তাড়া করে ম্যাচ জিতেছে কোনও দল। হেডিংলেই একমাত্র মাঠ, যেখানে এমন ঘটনা দুবার ঘটেছে। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০৪ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রান তাড়া করে ইংল্যান্ড জিতে গেলে সেটা হবে এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ।
এই টেস্টে ভারতের প্রথম পাঁচ ব্যাটার যেখানে দুই ইনিংস মিলিয়ে ৭২১ রান করেছে, সেখানে শেষ ৬ ব্যাটার মিলে করেছেন মোটে ৬৫ রান। ৬৫৬ রানের ব্যবধান। টেস্ট ক্রিকেটে ভারতের ইতিহাসে যে জিনিস আগে কখনও ঘটেনি।




















