IND vs ENG: ওল্ড ট্র্যাফোর্ডে আর ৬০ রান করলেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন রাহুল
KL Rahul: সিরিজে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে ওল্ড ট্র্যাফোর্ডে রাহুলের ব্যাট থেকে একটা বড় ইনিংস দেখার আশা রাখবে টিম ম্য়ানেজমেন্টও।

ম্য়াঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে কে এল রাহুল। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ৯ হাজার রান গড়ার হাতছানি রয়েছে রাহুলের সামনে। তিনি আর মাত্র ৬০ রান দূরে রয়েছেন ৯ হাজার রান গড়ার থেকে। সিরিজে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে ওল্ড ট্র্যাফোর্ডে রাহুলের ব্যাট থেকে একটা বড় ইনিংস দেখার আশা রাখবে টিম ম্য়ানেজমেন্টও।
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল ২১৮ ম্য়াচ খেলেছেন। ২৫৪ ইনিংসে ব্যাট করতে নেমে মোট ৮৯৪০ রান করেছেন। ১৯টি শতরান ও ৫৮টি অর্ধশতরান রয়েছে ডানহাতি এই ব্যাটারের ঝুলিতে। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৯৯। রাহুল ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ১৬ নম্বরে রয়েছেন বর্তমানে। টেস্ট ফর্ম্য়াটে রাহুল ৬১ ম্য়াচে খেলে ৩৬৩২ রান করেছেন এখনও পর্যন্ত। ১০টি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে। ব্য়ক্তিগত সর্বোচ্চ ১৯৯। ওয়ান ডে ফর্ম্য়াটে ৮৫ ম্যাচে ৩০৪৩ রান করেছেন রাহুল এখনও পর্যন্ত। সাতটি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৭২ ম্য়াচে ২২৬৫ রান করেছেন রাহুল এখনও পর্যন্ত। ১৪০ এর কাছাকাছি স্ট্রাইক রেট তাঁর। ২ টো শতরান ছাড়াও আঠারােটি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। যদিও ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে খেলেননি রাহুল।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ৩ ম্য়াচে ছয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন রাহুল। ওপেনিংয়ে জয়সওযালের সঙ্গে ব্যাটিং করতে নামছে কর্ণাটকী ব্যাটার। এখনও পর্যন্ত ৩৭৫ রান করেছেন তিনি। দুটো শতরান ও একটি অর্ধশতরান হাঁকিয়েছেন রাহুল। ১৩৭ ব্যক্তিগত সর্বোচ্চ রান এই সিরিজে।
এদিকে, একাধিক রিপোর্ট অনুযায়ী হরিয়ানার ২৪ বছর বয়সি বোলিং অলরাউন্ডার অংশুল কম্বোজ ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার তরফে কম্বোজের দলের সঙ্গে সরকারিভাবে যোগ দেওয়ার কোনও খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি।
যশপ্রীত বুমরার পরপর দুই টেস্ট খেলা নিয়ে সংশয় তো আছেই। গোদের ওপর বিষফোঁড়ার মতো ভারতীয় দলের বার্মিংহামে জয়ের নায়ক আকাশ দীপের পরের ম্যাচ খেলা নিয়েও এবার তৈরি হয়েছে সংশয়। এখানেই শেষ নয়। যা শোনা যাচ্ছে তাতে অর্শদীপ সিংহের জাতীয় দলের সঙ্গে প্রথম টেস্ট সফর কোনও ম্যাচ খেলার আগেই সম্ভবত চোটের কারণে শেষ হচ্ছে।




















