India vs England: বুমরাকে ভয় পাই না, একা ম্যাচ জেতাবে নাকি! পাত্তাই দিচ্ছেন না ইংরেজ অধিনায়ক, মাঠেই পাবেন জবাব?
Jasprit Bumrah: ইংল্যান্ড অধিনায়ক জোর দিয়ে জানিয়েছেন যে, তাঁর দল আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলে প্রতিদ্বন্দ্বীদের সম্মান করে। তবে ভয় পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

লিডস: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই সিরিজের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন ফাস্টবোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যদিও হেডিংলেতে প্রথম টেস্টের আগে যশপ্রীত বুমরা কাঁটাকে আমলই দিচ্ছেন না ইংরেজ অধিনায়ক। ইংল্যান্ডের (India vs England) টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) বলেছেন, তাঁর দল বুমরাকে ভয় পায় না। হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্টোকস বলেন, বিশ্বমানের বোলার হওয়া সত্ত্বেও বুমরার এককভাবে ভারতকে টেস্ট সিরিজ জেতানোর ক্ষমতা ধরেন না।
ইংল্যান্ড অধিনায়ক জোর দিয়ে জানিয়েছেন যে, তাঁর দল আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলে প্রতিদ্বন্দ্বীদের সম্মান করে। তবে তাদের ভয় পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
হেডিংলিতে প্রথম টেস্টের আগে স্টোকস বলেছেন, 'ভয়ের কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় গুণমানসম্পন্ন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়। আমরা জানি তারা দারুণ প্রতিভাবান। যে দলের জন্য খেলে, সেই দলের জন্য সে কী। কিন্তু ভয় পাওয়ার ব্যাপারই নেই।'
স্টোকস আরও বলেছেন, 'আমার মনে হয় না, একজন বোলার একাই কোনও দলকে সিরিজ জিতিয়ে দিতে পারবে। ১১ জন খেলোয়াড়কে উঠে দাঁড়াতে হবে। আমি মনে করি না যে, কোনও দলেই কেবল একজন ব্যক্তি সাফল্যের চাবিকাঠি ধরে রেখেছে',
যশপ্রীত বুমরার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ১৪টি ম্যাচ খেলে ৬০টি উইকেট নিয়েছেন তিনি। বিশেষ করে ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতিতে বুমরা ভয়ঙ্কর। ৯টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ২৬.২৭ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর গড় ২২.১৬।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের বিরুদ্ধে বুমরার রেকর্ড দুর্দান্ত। অফ স্টাম্পের বাইরে স্টোকসকে বারবার সমস্যায় ফেলেছেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার। শেষবার যখন ইংল্যান্ড ২০২৪ সালে ভারত সফর করেছিল, তখন বুমরার দুরন্ত স্পেলের সামনে স্টোকসকে অসহায় দেখিয়েছে।
লিডসে প্রথম টেস্টের দু'দিন আগে ইংল্যান্ড দল তাদের প্রথম একাদশ ঘোষণা করেছে।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ - জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং এবং শোয়েব বশির।



















