IND vs ENG: সিরিজ শুরুর অনেক আগেই ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন গম্ভীর, সঙ্গে যাচ্ছেন আর কারা?
IND vs ENG Test Series: মনে করা হচ্ছে আইপিএলে প্লে অফে যে দলগুলো জায়গা করে নেবে, সেই দলে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্য়ে যাঁরা টেস্ট স্কোয়াডে সুযোগ পাবেন, তাঁরা হয়ত সরাসরি ইংল্যান্ডে উড়ে যাবেন।

লন্ডন: বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করা হয়নি। কিন্তু এরমধ্যেই খবর, দ্রুত ইংল্যান্ডের মাটিতে পা রাখতে চলেছেন গৌতম গম্ভীর। শুধু তিনিই নন, ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য সুযোগ পেতে চলা কয়েকজন ক্রিকেটারও ভারতীয় দলের হেডকোচের সঙ্গে পাড়ি দিতে চলেছেন ইংল্য়ান্ডে।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৬ জুনই ইংল্য়ান্ড সফরের জন্য উড়ে যাচ্ছেন গৌতম গম্ভীর। আগামী ৩ জুন আইপিএল ফাইনাল। অর্থাৎ তার তিনদিন পরেই ইংল্যান্ড সফরে উড়ে যাবেন গম্ভীর। মনে করা হচ্ছে আইপিএলে প্লে অফে যে দলগুলো জায়গা করে নেবে, সেই দলে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্য়ে যাঁরা টেস্ট স্কোয়াডে সুযোগ পাবেন, তাঁরা হয়ত সরাসরি ইংল্যান্ডে উড়ে যাবেন।
যদিও এর আগেই ভারতীয় এ দল ইংল্যান্ডে উড়ে যাবে। আগামী ২৫ মে থেকে শুরু হতে চলেছে ইংল্য়ান্ডে ভারতীয় এ দলের সফর। সম্ভাব্য টেস্ট স্কোয়াডে থাকা যে প্লেয়াররা আইপিএলে খেলছেন না বা প্লে অফে জায়গা করে নিতে পারবেন না, তাঁরাই হয়ত আগেই ইংল্যান্ডে উড়ে যাবেন। চলতি সপ্তাহেই হয়ত ইন্ডিয়া এ দলের জার্সিতে খেলার সুযোগ পাবেন, সেই স্কোয়াড ঘোষণা করা হবে। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ইংল্য়ান্ডের মাটিতে শুরু হতে চলেছে আগামী ২০ জুন থেকে। লিডস ক্রিকেট গ্রাউন্ডে হেডিংলেতে প্রথম টেস্ট খেলা হবে।
আইপিএল বন্ধের এক সপ্তাহের মধ্য়ে ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দেওয়া একের পর এক ঘটনা ঘটে চলেছে। শিরোনামে অবশ্যই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট থেকে অবসর। রোহিত অবসর ঘোষণার পরই চূড়ান্ত হয়ে যায় যে, আসন্ন ইংল্যান্ড সফরে নতুন কাউকে দেখা যাবে ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে। জল্পনা শুরু হয়েছিল, কে হতে পারেন রোহিতের বিকল্প। কেউ কেউ ধরেই নিয়েছিলেন যে, যশপ্রীত বুমরার হাতে টেস্ট নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে। যদিও বুমরা নিজে সেই দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বলেই খবর। কারণ, তিনি বারবার চোটের কবলে পড়েন। টানা সব টেস্ট ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিয়েই রয়েছে ধন্দ। তাই সব মিলিয়ে শুভমন গিলই এগিয়ে।
আরও পড়ুন: আঙুলের চোট সারিয়ে পুরো ফিট, কেকেআরের চাপ বাড়য়ে অনুশীলনে ছন্দে পাতিদার




















