এক্সপ্লোর
Ind vs Eng Record: রুটের আতঙ্ক বুমরা, রাহুল যা করেছেন, ৭ বছরে করে দেখাতে পারেননি কেউ, অঙ্কের ম্যাজিক
Leeds Test: শুক্রবার, ২০ জুন লিডসের হেডিংলে ক্রিকেট মাঠে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের (India vs England) প্রথম টেস্ট। মোট পাঁচ টেস্টের সিরিজ খেলবে দুই দল।

প্র্যাক্টিসে খোশমেজাজে পন্থ, কুলদীপ ও জাডেজা। - পিটিআই
Source : PTI
লিডস: শুক্রবার, ২০ জুন লিডসের হেডিংলে ক্রিকেট মাঠে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের (India vs England) প্রথম টেস্ট। মোট পাঁচ টেস্টের সিরিজ খেলবে দুই দল। সিরিজ শুরুর আগে রইল রেকর্ডবুকের এক ঝলক।
- টেস্টে ভারতের ৩৭তম অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। লিডসে প্রথম টেস্টের প্রথম দিন তাঁর বয়স হবে ২৫ বছর ২৮৫ দিন। ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক হবেন শুভমন । ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড। ২৬ বছর ৩৪ দিনে প্রথমবার টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট। তালিকায় প্রথম চার নাম মনসুর আলি খান পটৌডি, সচিন তেন্ডুলকর, কপিল দেব ও রবি শাস্ত্রীর ।
- টেস্টে যশপ্রীত বুমরার ঈর্ষণীয় সাফল্য রয়েছে জো রুটের বিরুদ্ধে। টেস্টে মোট ৯ বার ইংরেজ তারকার উইকেট নিয়েছেন বুমরা। তিনি আর কোনও ব্যাটারকে এতবার আউট করেননি। জোর রুট টেস্টে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন প্যাট কামিন্স (১১ বার) ও জশ হ্যাজলউডের (১০ বার) বলে। আসন্ন সিরিজে সেই রেকর্ড ভেঙে দিতে পারেন বুম বুম বুমরা।
- ২০১৮ সালে প্রথমবার ইংল্যান্ড সফরে এসেছিলেন কে এল রাহুল। সেই থেকে তিনি ৩৭.৩১ ব্যাটিং গড়ে ৫৯৭ রান করেছেন ইংল্যান্ডের মাটিতে। রয়েছে দুটি সেঞ্চুরিও। এই সময়কালে ইংল্যান্ডের মাটিতে আর কোনও দেশের ওপেনার এত বেশি রান বা সেঞ্চুরি করতে পারেননি।
- হেডিংলে মাঠে এর আগে সাতটি টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে চারটিতে হেরেছে ভারত। একটি ম্যাচ ড্র হয়েছিল। ১৯৮৬ ও ২০০২ – এই দুই সফরে এই মাঠে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
- ভারত ও ইংল্যান্ড একে অপরের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ১৩৬টি টেস্ট ম্যাচ খেলেছে। রেকর্ডবুকে পাল্লা ভারী ইংল্যান্ডের, কারণ, তার মধ্যে ৫১টি টেস্টে জিতেছে ইংল্যান্ড। ভারত জিতেছে ৩৫টি টেস্ট। বাকি ম্যাচগুলি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
- ইংল্যান্ডের মাটিতে অবশ্য ভারতের হতশ্রী রেকর্ড। সে দেশে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ৯টি ম্যাচে জিতেছে ভারত। যেখানে ৩৬টি ম্যাচে জিতেছে ইংল্যান্ড। বাকি ২২ ম্যাচ ড্র হয়েছে।
💬 💬 It's the biggest honour a player can get.
— BCCI (@BCCI) June 19, 2025
Shubman Gill shares his thoughts on becoming #TeamIndia's Test captain.#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/m4FQClnwbP
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















