IND vs ENG: ওল্ড ট্র্যাফোর্ডে কি ফের বিশ্রামে বুমরা? আরও চাপ বাড়তে চলেছে ভারতীয় দলের?
Jasprit Bumrah: এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে কি আদৌ দেখা মিলবে বুমরার? লিডসে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বুমরাকে দলের বাইরে রাখা হয়েছিল।

ওল্ড ট্র্যাফোর্ড: দ্বিতীয় টেস্টে খেলেননি তিনি। লিডসে সেই ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। তবে তৃতীয় টেস্টেই দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরা। বল হাতে একাই লড়ে গিয়েছেন। কিন্তু ভরসা জোগাতে পারেননি বাকিরা। তার খেসারত হিসেবে ম্য়াচও খোয়াতে হয়েছে ভারতীয় দলকে। লর্ডসে ২২ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়া। মূলত ব্যাটিং বিভাগে ভাঙনের জন্যই ম্য়াচ খোয়াতে হয়েছে শুভমন গিলের দলকে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে কি আদৌ দেখা মিলবে বুমরার? লিডসে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বুমরাকে দলের বাইরে রাখা হয়েছিল। লর্ডসে প্রত্য়াবর্তনে প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন একাই। ম্য়াচের পর শুভমন গিলের কাছেও প্রশ্ন করা হয়েছিল যে বুমরাকে কি চতুর্থ টেস্টে পাওয়া যাবে? তিনি জানিয়েছিলেন যে দ্রুত তার উত্তর মিলবে।
ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, হয়ত ম্য়াঞ্চেস্টারের ম্য়াচে বুমরাকে পাওয়া যাবে। আগামী ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে এই চতুর্থ টেস্ট। বুমরা খেললেও ঋষভ পন্থের ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে। তিনি চোট পেয়েছিলেন লর্ডসে খেলার সময়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না একেবারেই। সেক্ষেত্রে ধ্রুব জুড়েলকেই প্রথম একাদশে দেখা যেতে পারে ওল্ড ট্র্যাফোর্ডে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল। কিউয়িদের বিরুদ্ধে তাঁর আগে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারতকে। আবার ইংল্য়ান্ডে এই মুহূর্তে সিরিজে পিছিয়ে থাকার ফলে চতুর্থ টেস্ট কার্যত ডু অর ডাই ম্য়াচ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। লর্ডসে অল্পের জন্য হারতে হয়েছে ভারতকে। ২২ রানে ম্য়াচ খোয়াতে হয়েছে তাঁদের। ভারতের টপ অর্ডার ব্য়াটার একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি। এই পরিস্থিতিতে গম্ভীরের কোচিং কেরিয়ারও কিন্তু এই ইংল্যান্ড সিরিজের জন্য সংশয়ে রয়েছে।
সাদা বলের ফর্ম্যাটে গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। যে দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। গত বছর টি-টোয়েন্টি সিরিজেও সূর্যকুমার যাদবের নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। কিন্তু লাল বলের ফর্ম্য়াটে বারবার ব্যর্থ হতে হচ্ছে। বিরাট, রোহিতের সরে যাওয়া ও শুভমন গিলের তরুণ টিম ইন্ডিয়া বাকি দুটো টেস্টে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, তার ওপরই হয়ত গম্ভীরের ভাগ্য নির্ভর করছে।




















