IND vs ENG: আট বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনে ডাহা ফেল, দ্বিতীয় টেস্টেই ছেঁটে ফেলা হচ্ছে করুণকে?
India vs England Test Series: ভারতীয় ক্রিকেট দল কয়েকটি বদল করবেই দ্বিতীয় টেস্টে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। আর শার্দুল ঠাকুরকেও বসানো হতে পারে।

বার্মিংহ্যাম: ২০১৭ সালের পর ২০২৫। আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। ভারতীয় টেস্ট দলের জার্সিতে ফের একবার খেলতে নেমেছিলেন করুণ নায়ার। কিন্তু প্রত্যাবর্তনের ইনিংস একেবারেই ভাল হয়নি। প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট থেকে এসেছিল মাত্র ২০ রান। ফিল্ডিংয়ে অবশ্য ক্যাচ লুফেছেন কয়েকটি ভাল। তবে বিরাট কোহলির অনুপস্থিতিতে যে দায়িত্ব ছিল করুণের কাঁধে তা পালনে একেবারেই ব্য়র্থ হতে হয়েছে করুণকে। সূত্রের খবর, আজ থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে করুণকেও বসানো হতে পারে।
ভারতীয় ক্রিকেট দল কয়েকটি বদল করবেই দ্বিতীয় টেস্টে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। আর শার্দুল ঠাকুরকেও বসানো হতে পারে। তাঁর পরিবর্তে নীতীশ কুমার রেড্ডিকে খেলানো হতে পারে। এই পরিস্থিতিতে গিল আবার আভাস দিয়েছেন দুজন স্পিনারকে খেলানোর। যদি তাই হয়, সুদর্শন ও করুণের মধ্য়ে একজনকে বসানো হতে পারে। অভিজ্ঞ করুণ ছাপ রাখতে পারেননি প্রথম টেস্টে। তাই কোপ পড়তেই পারে তাঁর ওপর। তবে এমনটাও শোনা যাচ্ছে যে সাই সুদর্শনের চোট রয়েছে। তাই তাঁকেই হয়ত একাদশের বাইরে রাখা হবে। তেমনটা হলে করুণকে তিন নম্বর স্লটেও ব্যাটিং করতে দেখা যেতে পারে।
বুমরাকে আদৌ খেলানো হবে কি না, তা ম্য়াচের আগের দিন পর্যন্ত খোলসা করলেন না ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনি বলছেন,'ও ম্যাচ খেলার জন্য উপলব্ধ বটেই। আমরা শুরু থেকেই জানি যে ও পাঁচটার মধ্যে তিনটি টেস্ট খেলবে। গত ম্যাচের সম্পূর্ণ চাঙ্গা হতে ও মাত্র আটদিন মতোই সময় পেয়েছে। ওয়ার্কলোড এবং পরিস্থিতির কথা ভেবে আমরা সিদ্ধান্ত নেব ভবিষ্যতে, এখনও কিছুই ঠিক হয়নি। ও তো অনুশীলন করেছে, তো ম্যাচ খেলার জন্য ফিট না, বিষয়টা কিন্তু তেমন নয়। বিষয়টা একেবারে ও ধাঁধাটা সমাধান করার মতো। আমরা ওকে ছাড়াও সমতায় ফিরতে পারি বা ম্যাচ ড্র করতে পারি। ওকে দলের প্রয়োজনও বটে। আমাদের খালি ঠিক করতে হবে আমরা দলের সবথেকে বড় শক্তিশালী দিকটাকে কখন ব্যবহার করতে চাইছি।'
এদিকে, এজবাস্টনে দলের সঙ্গে যোগ দিলেও একাদশে সুযোগ পেলেন না জোফ্রা আর্চার। হেডিংলেতে ঐতিহাসিক জয়ের একাদশে কোনওরকম বদল ঘটাল না ইংল্যান্ড। ম্যাচের দিন দুই আগেই বেন স্টোকস কিন্তু একাদশ ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন তাঁর দল অপরিবর্তিত থাকছে।




















