IND vs ENG: রোহিত, বিরাট সরেছেন, এবার টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন এই ৩ তারকা
Indian Cricket Team: এখনও সিনিয়র ভারতীয় দল ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে এমন তিনজন প্লেয়ার আছেন, যাঁরা বাদ পড়তে পারেন ভারতীয় স্কোয়াড থেকে।

মুম্বই: বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট ফর্ম্যাট থেকে সরে যাওয়ার পর আসন্ন ইংল্যান্ড সফরে কেমন হবে ভারতীয় দল, তা নিয়ে সবার কৌতুহল বেড়েছে। ইতিমধ্যেই ভারতীয় এ দল ঘোষণা করে ফেলেছে বিসিসিআই। তবে এখনও সিনিয়র ভারতীয় দল ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে এমন তিনজন প্লেয়ার আছেন, যাঁরা বাদ পড়তে পারেন ভারতীয় স্কোয়াড থেকে।
মহম্মদ শামি: তালিকায় সবার আগে রয়েছেন মহম্মদ শামি। ২০২৩ সালের জুন মাসের পর থেকে আর টেস্ট ফর্ম্য়াটে খেলেননি এই ডানহাতি পেসার। বারবার চোটের জন্য সমস্যায় পড়তে হয়েছে শামিকে। দলে ঢোকার পরও ছিটকে গিয়েছে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পর দীর্ঘ সময় ছিলেন না ভারতীয় দলের অংশ। আইপিএলে ফিরেছিলেন চোট সারিয়ে। কিন্তু তবুও তাঁর ফিটনেস ইস্যু রয়েই গিয়েছে। এই পরিস্থিতিতে আদৌ শামিকে রাখা হবে কি না ইংল্যান্ড সফরে, তা নিয়ে সংশয় রয়েছে।
হর্ষিত রানা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলে। কিন্তু সেভাবে নিজের ছাপ ফেলতে পারেননি। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পরিবর্তে সুযোগ পাওয়ার নিরিখে অনেক এগিয়ে রয়েছেন অর্শদীপ সিংহ ও যশ দয়াল। গম্ভীর যখন কেকেআরের মেন্টর ছিলেন, তখন হর্ষিত ছিলেন কেকেআর দলের তারকা পেসার। বল হাতে সেই মরশুমে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু এবার আইপিএলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি।
সরফরাজ খান: ঘরোয়া ক্রিকেটে ভুরিভুরি রান করে গিয়েছেন গত কয়েক মরশুমে। যার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাধ্যমে জাতীয় দলে ডাক পেয়েছিলেন প্রথমবার। কিন্তু দু একটি টেস্ট ম্য়াচ ছাড়া তাঁর ব্যাটেও রান নেই। এছাড়াও টিম কম্বিনেশনের জন্য সরফরাজ সব ম্য়াচে সুযোগও পাচ্ছেন না স্কোয়াডে।
ইংল্যান্ড সফরের জন্য ভারতের এ দল নির্বাচন করা হয়েছে । এই দল ইংল্যান্ডে ২ টি প্রথম শ্রেণির ম্যাচ এবং নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে । এই সফরের জন্য তরুণ ক্রিকেটার, বাংলার অভিমন্যু ঈশ্বরনকে অধিনায়ক করা হয়েছে । এছাড়াও দলে রয়েছেন বাংলার আরও দুই ক্রিকেটার - পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ । পাশাপাশি দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ, তনুশ কোটিয়ান, মানব সুতার, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খালিল আমেদ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে এবং হর্ষ দুবে ।




















