IND vs ENG: ওভালে মাঠে নামতে পারবেন না, সতীর্থদের কী বার্তা দিলেন পন্থ?
Rishabh Pant: তার আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেম ক্রিস ওকসের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে পায়ের পাতায় বল লেগে চোট পেয়েছিলেন পন্থ। পরের দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে এসেছিলেন তিনি।

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডে বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্য়াচে খেলবেন না ঋষভ পন্থ। চতুর্থ টেস্ট খেলার সময়ে পায়ের পাতায় চোট পেয়েছিলেন। লড়াকু অর্ধশতরানও করেছিলেন। কিন্তু চোট নিয়ে আর খেলা সম্ভব নয়। তাই পঞ্চম টেস্টের আগেই বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পন্থকে আর সিরিজে পাওয়া যাবে না। তবে নিজে মাঠে নামতে না পারলেও সতীর্থদের জন্য বার্তা দিলেন তারকা উইকেট কিপার ব্য়াটার।
ওল্ড ট্র্যাফোর্ডে শেষ দিনে গিল, জাডেজা, সুন্দরের লড়াকু শতরান ম্য়াচে ভারতের হার বাঁচিয়ে দিয়েছিল। তার আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেম ক্রিস ওকসের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে পায়ের পাতায় বল লেগে চোট পেয়েছিলেন পন্থ। পরের দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে এসেছিলেন তিনি। লড়াকু অর্ধশতরানও পূরণ করেন। তবে শেষ পর্যন্ত আর্চারের বলে বোল্ড হতে হয় তাঁকে। ম্য়াঞ্চেস্টার টেস্ট শেষ হওয়ার পরে পন্থ বলছেন, ''আমি শুধু এটুকুই বলব সতীর্থদের যে দেশের জন্য ওভালের ম্য়াচটা জিতে আসো। নিজেদের ব্যক্তিগত লক্ষ্য নয়। দলের স্বার্থে সবাই খেলেছে ম্য়াঞ্চেস্টারে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। টিম ম্য়ানেজমেন্ট আমার পাশে দারুণভাবে দাঁড়িয়েছে এই সময়টায়। গোটা দেশ আমার পাশে। এই অনুভূতিটাই আলাদা আমার কাছে।''
এদিকে, বেন স্টোকসের জাডেজার সঙ্গে হাত না মেলানোর ভিডিও ক্লিপ ভাইরাল হতেই অনেকেই ইংল্যান্ড অধিনায়কের স্পোর্টসম্য়ান স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ খেলার শেষে যখন দু দলের ক্রিকেটাররা হাত মেলান, তখন স্টোকস জেনে বুঝেই জাডেজাকে এড়িয়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর বলেন, ''আমার মনে হয় এখানে জাডেজা ও সুন্দর কেউই কোনও ভুল করেননি। দুজনেই শতরানের এত কাছে ছিল। তাছাড়া দুজনেই এতদূর পর্যন্ত লড়াই করেছিলেন। তাহলে কেন শতরান মিস করবে ওরা। এটাই যদি ইংল্যান্ডের কোনও দুজন ব্যাটার শতরানের ধারে কাছে ব্যাটিং করত, তাহলে ওঁরাও কি ছেড়ে দিত? ইংল্যান্ডের প্লেয়াররা কে, কী ভাবছে, তা নিয়ে বেশি ভাবার কোনও কারণ নেই আমাদের। প্রাপ্য শতরান পেয়েছে ওঁরা।''
সিরিজে এখনও ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। প্রথম টেস্টে লিডসে হারার পর এজবাস্টনে জয় ছিনিয়ে নিয়েছিল শুভমন গিলের দল। কিন্তু লর্ডস টেস্ট ২২ রানে হারতে হয়ে ভারতকে। তাই ওভাল টেস্টে জিতে সিরিজ ড্র করতে মরিয়া থাকবেন গিলরা।




















