India vs England: কোহলির জায়গায় ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করবেন কে? রহস্য উন্মোচন করলেন ঋষভ পন্থ
Rishabh Pant: এ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কাটালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বুধবার লিডসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

লিডস: রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। ফলে, ওপেনিংয়ের জায়গা ফাঁকা। বিরাট কোহলিও (Virat Kohli) বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে। যিনি টেস্ট দলে চার নম্বরে ব্যাট করতেন। তাই সেই জায়গাও শূন্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার মুখে তাই সকলেই কৌতূহলী ছিলেন, ভারতের ব্যাটিং অর্ডার কেমন হয় জানার জন্য। ওপেনিং করবেন কারা? কোহলির জায়গায় কে?
এ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কাটালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বুধবার লিডসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি জানান, ভারতের ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির ফেলে যাওয়া চার নম্বর জায়গা নেবেন কে, ঠিক হয়ে গিয়েছে। যদিও তিন নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়ে এখনও ধন্দে রয়েছে টিম ম্যানেজমেন্ট।
পন্থ সাফ জানিয়ে দিলেন, কোহলির ফেলে যাওয়া চার নম্বর জায়গায় ব্যাট করবেন শুভমন গিল (Shubman Gill)। যিনি আগে তিন নম্বরে ব্যাট করেছেন। তবে তিন নম্বরে কে খেলবেন, তা এখনও নির্ধারিত হয়নি বলেই জানিয়েছেন পন্থ। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে তিন নম্বরে ব্যাট করতে পারেন করুণ নায়ার (Karun Nair)। তবে লড়াইয়ে রয়েছেন বি সাই সুদর্শনও (B Sai Sudharsan)। যিনি আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন। তবে অনেকের মতে, একসঙ্গে দুজনকেও একাদশে দেখা যেতে পারে। ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাট করেছিলেন করুণ। নতুন বলের বিরুদ্ধে তাঁর পারদর্শিতা কাজে লাগাতে চাইবে ভারতীয় দল।
পন্থ বলেছেন, 'শুভমন চার নম্বরে ব্যাট করবে। আমি পাঁচ নম্বরেই ব্যাট করব, যেটা আগে করতাম। তিন নম্বরে কে খেলবে সেটা এখনও চূড়ান্ত নয়।'
প্রসঙ্গত, ওপেনার হিসাবে টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন গিল। পরে তিনি তিন নম্বরে নেমে আসেন। যশস্বী জয়সওয়ালকে জায়গা করে দেওয়ার জন্য। এবার তিনি চার নম্বরে নেমে যাচ্ছেন।
ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুলের (Jaiswal and Rahul) খেলা কার্যত নিশ্চিত। ছয়ে সুদর্শনের সঙ্গে নীতীশ রেড্ডির কথাও ভাবা হতে পারে।
বোলিং কম্বিনেশন নিয়েও রয়েছে নানা জল্পনা। অস্ট্রেলিয়ায় পাঁচ বোলার খেলানোয় অনীহা ছিল ভারতের। যে কৌশল তুমুল সমালোচনার মুখে পড়েছিল। ইংল্যান্ডে পাঁচ বোলার খেলানো হতে পারে। শার্দুল ঠাকুর দলে থাকায় আট নম্বরে ব্যাটিং করতে পারে এমন কাউকে খেলানোর সুযোগ থাকছে। পঞ্চম বোলার হিসাবে নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজনকে খেলানো হতে পারে।
যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। তৃতীয় পেসার হিসাবে লড়াই প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপের মধ্যে। প্রসিদ্ধের বাউন্স আদায় করে নেওয়ার দক্ষতা তাঁকে এগিয়ে রাখছে। চতুর্থ পেসার হয়তো শার্দুল। পাঁচ নম্বর বোলার হিসাবে কুলদীপ যাদবের নাম নিয়েও আলোচনা চলছে।




















