Sai Sudharsan: বিরাট, রোহিতরা নয়, সাই সুদর্শন কাকে আইডল মনে করেন জানেন? নাম শুনলে অবাক হবেন!
IND vs ENG: ২৩ বছরের সাই ঘরোয়া ক্রিকেটে খেলেন রাজ্য দল তামিলনাড়ুর হয়ে। সেই দলেরই সিনিয়র ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। বয়সে সুন্দর সাইয়ের থেকে মাত্র ২ বছরের বড়।

লন্ডন: আইপিএলে ধারাবাহিক পারফরম্য়ান্সের সুবাদে জাতীয় দলে সাদা বলের ফর্ম্য়াটে সুযোগ চলে এসেছিল। এবার প্রথমবার টেস্ট স্কোয়াডেও সুযোগ করে নিয়েছেন সাই সুদর্শন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর ভাল পারফর্ম করছেন। এমনকী গত আইপিএলে অরেঞ্জ ক্যাপও জিতেছেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ মিলেছে সাইয়ের। সুযোগ পাবেন কি না প্রথম একাদশে তা এখনই বলা সম্ভব নয়। তবে টেস্ট খেলার স্বপ্ন পূরণ এই সিরিজেই হয়ে যেতে পারে তরুণ বাঁহাতি ব্যাটারের। কিন্তু সাই সুদর্শনের আইডল কে জানেন? কাকে দেখে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা শুরু করেছিলেন সাই, জানেন? বিরাট কোহলি, রোহিত শর্মা এই ২ কিংবদন্তি নন। এমনকী সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংহরাও নন। তাহলে?
২৩ বছরের সাই ঘরোয়া ক্রিকেটে খেলেন রাজ্য দল তামিলনাড়ুর হয়ে। সেই দলেরই সিনিয়র ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। বয়সে সুন্দর সাইয়ের থেকে মাত্র ২ বছরের বড়। কিন্তু এই সুন্দরকে দেখেই টেস্ট ক্রিকেট খেলার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন সাই সুদর্শন। এই মুহূর্তে ইংল্যান্ডে প্রস্তুতি ম্য়াচ খেলতে ব্যস্ত সাই। বিসিসিই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, ''আমি ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে জুনিয়র লেভেলে কিছু ম্য়াচ খেলেছিলাম। ওঁর কেরিয়ারটা দেখেছি সামনে থেকে। কত দ্রুত দেশের জার্সিতে খেলেছে ওঁ। এটা আমাদের উদ্বুদ্ধ করত। দেশের জার্সিতে খেলার জন্য অনুপ্রেরণা পেতাম।''
বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে দেশের জার্সিতে খুব দ্রুত খেলেছেন ওয়াশিংটন। ২০১৬ সালে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছিলেন। এরপর দেড় বছরের মধ্য়েই দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। ২০২১ সালে ১৮ বছর বয়সে বর্ডার গাওস্কর ট্রফি জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন সুন্দর। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৯ টেস্ট, ২৩ ওয়ান ডে ও ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সুন্দর।
View this post on Instagram
ওয়াশিংটন বলছেন, ''অনেক কোচ, অনেক কোচিং স্টাফের মুখে সাইয়ের কথা শুনতাম। ও কত দ্রুত নিজের উন্নতি করছে দেখেছি। যতবার ওকে এখন খেলতে দেখি টিভিতে। ওর স্কিল, টেম্পারমেন্ট, ওয়ার্ক এথিক্স সত্যিই প্রশংসা করতে হয়। অনেক বাচ্চা বাচ্চা ছেলে-মেয়ের কাছে আদর্শ হয়ে উঠতে পারে সাই।''




















